প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর সাথে ইউকে জালালাবাদ এসোসিয়েশনের মতবিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২৪, ৯:২৭:২২ অপরাহ্ন
লন্ডন অফিস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি’র সাথে ইউকে জালালাবাদ এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল রোববার, পূর্বলন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহানুর খান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিল্লু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
আরও বক্তব্য রাখেন ডেপুটি মেয়র সেলিম আহমদ চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ শাহ শামীম আহমদ, ইউকে জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, এ আর খান, ট্রেজারার মোহাম্মদ আলি মজনু, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি আহাদ চৌধুরী বাবু, আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক জাকির হোসেন, সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ, ব্রিকলেন জামে মসজিদের চেয়ারম্যান হামিদুর রহমান চৌধুরী, আব্দুল হাই, আজিজ ফারুক, দিলওয়ার হুসেন, মিছবাহ মাসুম ইলাইছ মিয়া, শাহরিয়ার আহমেদ সুমন, শিব্বির আহমেদ, বাবুল খান সৈয়দ তারেক আহমদ, মইনুল হক, জুবায়ের আহমেদ, আতাউর রহমান, হুসনা মতিন, নাজমা হোসেন, সমিরুন চৌধুরী, ইসতিয়াক আহমেদ তানিম প্রমূখ।