ফেঞ্চুগঞ্জ: আ.লীগ নেতা মহিব উদ্দিন বাদলের দাফন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২৪, ২:৫৮:০৫ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক) মহিব উদ্দিন বাদলের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে সিলেটের শাহী ঈদগাহ হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহিব উদ্দিন বাদল ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলী গ্রামের মরহুম হাজি তজম্মুল আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর একমাত্র ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী।
আশির দশকে ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের তুখোড় ছাত্রনেতা ও ৯০ দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন মহিব উদ্দিন বাদল।
১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এলে ফেঞ্চুগঞ্জ সারকারখানা স্থানান্তরের চেষ্টা করলে এর বিরোধী আন্দোলনেও তাঁর অগ্রণী ভূমিকা ছিল। এরপর আওয়ামী লীগের অংগসংগঠনের রাজনীতির গন্ডি পেরিয়ে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভুমিকায় অবতীর্ণ হন। মৃত্যুর আগ মুহুর্তেও তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
তাঁর মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমেছে। সহকর্মী সতীর্থ রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শেষবারের মতো তাঁকে দেখতে ঘিলাছড়া জিরো পয়েন্ট সংলগ্ন বাড়িতে ছুটে গেছেন। মরহুমের জানাজার নামজ মঙ্গলবার রাত ৯টায় ঘিলাছড়া জিরো পয়েন্ট সংলগ্ন হযরত গোলাপশাহ (র.) জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে হযরত গোলাপশাহ (র.) মাজার সংলগ্ন পঞ্চায়েতি কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।