দীর্ঘদিন প্রবাসে ছিলাম, প্রবাসীদের সব সমস্যা জানি, কার্যকর ব্যবস্থা নিতে কাজ করছি: লণ্ডনে শফিক চৌধুরী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২৪, ৪:০৪:৫০ অপরাহ্ন
লণ্ডন অফিস: ”আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। তাই প্রবাসীদের সকল সমস্যা আমি জানি। এসকল সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে প্রচেস্টা অব্যহত রেখেছি। এলক্ষ্যে, আমার প্রধান ও প্রথম কাজ হবে প্রবাসী সেলকে শতভাগ কার্যকর করা।” বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
২৯ মে সোমবার যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৭টায় লণ্ডনের আট্রিয়াম সেন্টারে সংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। তখন প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, যুক্তরাজ্যে আপনাদের সমস্যা হলো রেষ্টুরেন্টে দোকানে কাজের লোকের অভাব। ৩০% রেষ্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে কাজের লোকের অভাবে। কারণ আমাদের বর্তমান প্রজন্মের সন্তানেরা রেষ্টুরেন্টে কাজ করতে চায় না। আপনারা এখানে সরকারের কাছে দাবী তুলেন দক্ষ কাজের লোকের জন্যে। ব্রিটিশ সরকার যদি অনুমতি দেয়, সেই দক্ষ শ্রমিক দেওয়ার দায়িত্ব আমার। রেষ্টুরেন্টের বা হাসপাতালের নার্স বা যে ধরনের দক্ষ শ্রমিক দরকার আমি আপনাদেরকে দিব। মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক।
তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সংসদে তাঁর প্রশ্নের জবাবে এটা যে প্রবাসীদের ভোটাধিকার অতি সত্তর দেওয়া হবে। আমরা আমাদের ভোটাধিকার পেয়েছি।
প্রতিমন্ত্রী বলেন, দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর জন্য দেশে ১০৪টি কারিগরী প্রতিষ্ঠান ও সেন্টার আছে। আমরা চেষ্টা করবো যাতে দেশে আরো ৫০টি ট্রেনিং সেন্টার স্থাপন করা যায়। আমি প্রবাসী সেলের ব্যাপারে মন্ত্রণালয়কে জানিয়েছি। এই সেলের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের সমস্যার সমাধান করা হবে।
তিনি বলেন, প্রবাসী যিনি যে সমস্যায় আছেন আমাকে সরাসরি ফোন করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি সমস্যার সমাধানে এগিয়ে আসবো।
আরো পড়ুন
আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি লন্ডনে সংবর্ধিত
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় প্রতিমন্ত্রীর সম্মানে মানপত্র পাঠ করেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন, হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, নইম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি লালা মিয়া ও সাধারণ সম্পাদক আলতাবুর রহমান মুজাহিদসহ প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ।