এফবিসিসিআই পরিচালকের সাথে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের নেতৃবৃন্দের সাক্ষাৎ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ মে ২০২৪, ২:৩৫:০৩ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্য সফররত বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)’র পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী সিলেট দক্ষিণ সুরমা উপজেলার কৃতিসন্তান মোহাম্মদ ইশহাকুল হোসেন সুইটের সাথে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৯ এপ্রিল) বিকেলে লন্ডনে ইশহাকুল হোসেন সুইট এর সাথে সাক্ষাতের সময় সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক মোঃ মুজিব হোসেন, আখলাকুর রহমান লুকু, শাহ ইমরান, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি আহবায়ক আকিকুর রহমান আকিক, যুগ্ন-আহবায়ক আক্তার হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী সমুজ মিয়া।
সংক্ষিপ্ত আলোচনায় ইশহাকুল হোসেন সুইট বাংলাদেশে বিভিন্ন খাতে উন্নয়ন অগ্রগতির হচ্ছে উল্লেখ করে প্রবাসীদের দেশে আরো বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।
আরো পড়ুন ⤵️
আমলাতান্ত্রিক জটিলতার বিরুদ্ধে প্রবাসীরা সোচ্চার আওয়াজ তুলুন: প্যারিসে ড. মোমেন