বর্ণাঢ্য আয়োজনে প্যারিসে সম্পন্ন হলো ২য় ‘সিলেট উৎসব’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৪, ২:১৪:০৬ অপরাহ্ন
ফ্রান্স প্রতিনিধি: ঐতিহ্যবাহী সিলেট বিভাগের জনগোষ্ঠীর প্রাচীন সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে গতকাল ২৮ এপ্রিল রোববার ফ্রান্সের লা কর্নভ বিডি হলে প্রায় সহস্রাধিক মানুষের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে গেল সিলেট উৎসব।
জালালাবাদ এসোসিয়েশন এর বিশ্বব্যাপী উৎসব পালনের ধারাবাহিকতায় ঢাকা, কলকাতা, নিউইয়র্ক ও টরেন্টোর পর প্যারিসে প্রথমবারের মতো ১৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখের উৎসব পালিত হওয়ার পর এটি ছিল দ্বিতীয় অনুষ্ঠান।
এবারের উৎসবে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র মন্ত্রী, জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সিনিয়র সহসভাপতি খসরুজ্জামানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেনের উপস্থাপনায় প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এসোসিয়েশনের দপ্তর বিষয়ক সম্পাদক আলী হুসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মোমেন এমপি প্রবাসীদের কল্যাণে কাজ করার জন্য তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং অনুষ্ঠানে ফ্রান্স প্রবাসীদের উপস্থিতিতে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং পুনরায় প্যারিস আসার আশ্বাস দেন। আলোচনা সভায় প্যারিস টু ঢাকা পুনরায় ফ্লাইট চালু নিয়ে অনুষ্ঠানে নেতৃবৃন্দ বক্তব্য তুলে ধরেন।
আরো পড়ুন ⤵️
‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন হাইকমিশনার সাইদা মুনা তাসনিম
উৎসবের সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাজ্যের সহ সভাপতি, অনুপম নিউজটুয়েন্টিফোর ও দৈনিক প্রেসনোট সম্পাদক মুহিব উদ্দীন চৌধুরী, জাস্ট ইন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিবিসিসিআই’র ডাইরেক্টর মিজানুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কায়াছ চৌধুরী। ইউরোপ ছাড়াও ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসীরা উপস্থিত ছিলেন।
জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের কার্যনির্বাহী নতুন কমিটির সদস্যদের উত্তরীয় পরিধান করান জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য উৎসবের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী, জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য ড. এ কে আব্দুল মোমেন। এসোসিয়েশনের প্রয়াত সদস্যদের প্রতি সম্মান জানিয়ে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
এরপর সমস্বরে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সঙ্গীত পরিবেশন পরিবেশ করা হয়।
উৎসবের আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহ সভাপতি খসরুজ্জামান, জালালাবাদী, সহ সভাপতি আলতাফুর রহমান, সহ সভাপতি লুলু আহমেদ, সহসভাপতি খলিলুর রহমান, সহ সভাপতি সাদ মোহাম্মদ, সহ সভাপতি এইচ এম মিহির, সহ সভাপতি আজাদ মিয়া (লিগ্যাল এইড), সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, সহ সাধারণ সম্পাদক আজাদ আহমেদ সহ সাধারণ সম্পাদক শাহ আলম মায়া, সহ সাধারণ সম্পাদক আজাদ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হোসেন আহমেদ, সহ সাধারণ সম্পাদক জাহিনুর রহমান (সুমন), সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মুজাহিদ, সহ সাংগঠনিক সম্পাদক আলীম উদ্দিন (সুমন), সাংগঠনিক সম্পাদক শায়েস্তা মিয়া, সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, অর্থ সম্পাদক হোসেন আহমদ, সহ অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস, দপ্তর সম্পাদক আলী হোসেন (মিডিয়া কর্পোরেশন), সহ দপ্তর সম্পাদক লায়েক আহমেদ তালুকদার, প্রচার সম্পাদক তাজ উদ্দিন, সহ প্রচার সম্পাদক, আশরাফুল ইসলাম শাহিন। সদস্যবৃন্দ মাহবুবুল হক কয়েছ, কাইয়ুম রহমান, উবায়দুল্লাহ কয়েছ, হাসান শাহ, মাসুদ আহমেদ, সালাম রহমান, কমর উদ্দীন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলাদেশ থেকে আসা জনপ্রিয় কন্ঠশিল্পী উপমা ও ফ্রান্সের স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
উৎসব আয়োজনে যারা স্পনসর দিয়ে সহায়তা করলেন তারা হলেন লিগ্যাল এইড ফ্রান্স, শাহ গ্রূপ, বিড়ি মেউবলে, আইসা, বৈশাখী ফ্যাশন, বাংলা অটো স্কুল।