মিশিগানে সহিদ-নেছা হোম কেয়ার প্রথম বার্ষিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ এপ্রিল ২০২৪, ৩:৪৪:৫৭ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: শনিবার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির অ্যাথলেটিক স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্টিত হয়ে গেলো এই বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্ট, স্থানীয় সহিদ-নেছা হোম কেয়ারের পৃষ্ঠপোষকতায় ঊক্ত টুর্নামেন্টের ছয়টি দল অংশগ্রহণ করেন। এদের মধ্যে “মাইটি সিক্স ফুটবল ক্লাব” “থান্ডার-স্ট্রাইক ফুটবল ক্লাবকে” ৪ -২ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এছাড়াও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে চার্জারস ফুটবল ক্লাব, লায়ন্স ফুটবল ক্লাব, ফ্যালকনস ফুটবল ক্লাব ও টার্মিনেটর ফুটবল ক্লাব। টুর্নামেন্টের আয়োজক এই টুর্নামেন্টের সফলতার জন্য এই গ্রূপের অন্যতম সংগঠক জাহিদুর আরিফ, ফয়সল আহমেদ তাসিম, মতিউর রহমান সহ গ্রুপের সকল খেলোয়াড়দের অংশগ্রহণ করার জন্য সাধুবাদ জানান।
সহিদ-নেছা হোম কেয়ারের কর্ণধার সুমন কবীর বলেন তার প্রতিষ্ঠান থেকে প্রতি বছরই এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে তিনি প্রতিজ্ঞাবধ্য। তিনি আরো জানান অংশগ্রহণকারী ফুটবল ক্লাব এবং খেলোয়ার সাথে দীর্ঘ দিনের সম্পর্ক। এই গ্রুপের ধারাবাহিকতা বজায় রেখে যাদেরকে কৃতিত্ব অৰ্পন করতে চাই ওনার সতীৰ্থ ইমরান আহমেদ, কাসিম আহমেদ, মুরসালিন চৌধুরী, দুলাল আহমেদ, মুস্তফা আহমেদ, নাজমুল চৌধুরী সহ আরো অনেককে। তরুণদেরকে তিনি ঘরে বসে অনলাইন গেমিং এক্টিভিটিস
কমিয়ে মাঠে খেলাধুলায় অংশগ্রহণ করার জন্য আহবান জানান। তিনি তরুণদেরকে খেলাধুলায় আরও বেশী উৎসাহিত করার উপর জোর দেন।
অত্যন্ত সুশৃঙ্খল এবং আনন্দ মুখর পরিবেশে এই টুর্নামেন্টে ফুটবলপ্রেমীরা সহ বাংলাদেশী আমেরিকান কমিউনিটির নেতৃবৃদ্ধসহ উপস্থিত ছিলেন ওয়ারেন সিটি কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট মেলোডি ম্যাগী, কাউন্সিলম্যান জনাথন লাফার্টি, কাউন্সিলম্যান হেনরি নেউনান। এছাড়া ও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অফ মিশিগানের সভাপতি সৈয়দ মঈন দিপু, বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগান-বামের সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মেদ খালেদ, সায়েম চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক শামীম আহসান সহ আরো অনেকে। যে সকল দল ও খেলোয়াড় অংশগ্রহণ করেন উক্ত টুর্নামেন্ট মাইটি সিক্স ফুটবল ক্লাব দলে ছিলেন মোহন, উজ্জল, সফিক, কাসিম, মাসুদ। থান্ডার স্ট্রাইক ফুটবল ক্লাব দলে ছিলেন শুক্কুর, তানীম, জুনাইদ, জাবেদ, আদিল।
লায়ন্স ফুটবল ক্লাব দলে ছিলেন মাহী, সাইফুর, নাহিদ, আনোয়ার, আরমান। টার্মিনেটর ফুটবল ক্লাব দলে ছিলেন মতিউর, জাহিদুর, তাসিম, দুলাল, তানবীর। ফ্যালকনস ফুটবল ক্লাব দলে ছিলেন মুরসালীন, ইমরান, রাজু, জাহেদ, অভি। চার্জারস ফুটবল ক্লাব দলে ছিলেন মাহফুজ, সুমন, হাসান, হিমেল, ফখরুল।