টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক ২০২৪ পাচ্ছেন ১৪ জন গুণী শিক্ষক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০২৪, ৯:১২:১৫ অপরাহ্ন
লন্ডন অফিস: ভালো মানুষ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে প্রত্যেকের জীবনে শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সকল সম্মানিত শিক্ষকদের মধ্যে বিশেষ গুণে গুণান্বিত কিছু শিক্ষক থাকেন–যাদের স্নেহ, দিক- নির্দেশনা ও শিক্ষাদানের পদ্ধতি সহজে ছাত্র-ছাত্রীর মনে আলাদা দাগ কাটে। তাঁদেরকে আমরা বলি গুণী শিক্ষক।
টি আলী স্যার ফাউন্ডেশন ইউকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের জীবদ্দশায় সহযোগিতা ও তাঁদের কাজের স্বীকৃতিকে সমাজে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
ফাউন্ডেশন ২০১৯ সাল থেকে সিলেট বিভাগের অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করছে।এ বছর মৌলভীবাজার জেলার ১৪ জন গুণী অবসরপ্রাপ্ত আদর্শ শিক্ষকদের টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা ২০২৪- প্রদান করা হচ্ছে।
আগামী ৩০ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার সদর উপজেলার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে গুণী এই শিক্ষকদের সম্মান জানানো হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজারের জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টি আলী স্যার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ সমন্বয়ক , সিলেট বিভাগ বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির খান। সভাপতিত্ব করবেন আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মইনুল হক । অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন স্কুলের সিনিয়র শিক্ষক বাবুল উদ্দিন খান।
গুণী শিক্ষকদের নিয়ে কাজ করা টি আলী স্যার ফাউন্ডেশন ২০২০ সালে সিলেট বিভাগে শিক্ষকদের নিয়ে কাজ শুরু করে। ফাউন্ডেশনটি আদর্শ শিক্ষকদের সম্মাননা পদকে মনোনয়নের জন্য একটি বোর্ড গঠন করে। এই মনোনয়ন বোর্ডের প্রধান হলেন- টি আলী স্যার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ সমন্বয়ক, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সিলেট বিভাগ বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কবির খান।
মৌলভীবাজার জেলার মনোনয়ন বোর্ডের দায়িত্বে ছিলেন ফেঞ্চুগঞ্জ ফরিজা খাতুন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.ময়ুব আলী ও আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবুল উদ্দিন খান ও আব্দুল মতলিব ।
ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার প্রত্যেক উপজেলায় অবসরপ্রাপ্ত দুইজন আদর্শ শিক্ষককে সম্মাননা পদকে মনোনয়নে জরিপ চালায়। এরই ধারাবাহিকতায় মনোনয়ন বোর্ড মৌলভীবাজার জেলার মোট ৭টি উপজেলার মধ্য থেকে প্রতি উপজেলা থেকে ২ জন অবসরপ্রাপ্ত আদর্শ শিক্ষকের নাম টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক ২০২৪ এর জন্য চুড়ান্ত করে।
এদের মধ্য থেকে ৫ জনকে টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক ২০২৪ ও ৯ জনকে বিশেষ সম্মাননা পদকে আনুষ্ঠানিকভাবে ভূষিত করা হবে।
বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষকের হাতে সম্মাননা অর্থ, ক্রেস্ট ও জীবন বৃত্তান্ত ফ্রেমবন্দি করে তাদের হাতে তুলে দেয়া হবে। এবং ১৪ জন গুণী শিক্ষকের আলোকিত জীবন ও কর্ম ভিডিও চিত্রের মাধ্যমে প্রদর্শিত হবে।
ইতিমধ্যে ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকদের ২০২২ সালে সিলেট জেলা, ২০২৩ সালে হবিগঞ্জ জেলায় সম্মাননা প্রদান করেছে। এবং আগামী বছর সুনামগঞ্জ জেলায় প্রদান করা হবে।
মৌলভীবাজার জেলার টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা পদক ২০২৪ এর ১৪ অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক হলেন- মৌলভীবাজার সদর উপজেলায় মো. ফজলুর রহমান ও মো. সফিকুর রহমান। রাজনগর উপজেলায় আব্দুল করিম ও নিরঞ্জন কুমার দেব। কমলগঞ্জ উপজেলায় মো. আমজদ আলী ও নিহারেন্দু ভট্টাচার্য্য। শ্রীমঙ্গল উপজেলায় দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য ও মোহাম্মদ আব্দুল হামিদ। কুলাউড়া উপজেলায় মো: খুরশীদ উল্লাহ ও আলহাজ্ব মোহাম্মদ মাশুক। জুড়ী উপজেলায় আবুল ইসলাম ও হিমাংশু মোহন পাল। বড়লেখা উপজেলায় মোহাম্মদ আজিম উদ্দিন ও নিরঞ্জন চন্দ্র দাস।
তজম্মুল আলী একজন মানুষ গড়ার কারিগর। ভালোবেসে তাঁর অগণিত ছাত্র নাম রাখেন টি আলী স্যার। টি আলী স্যার সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বৃহত্তর জলঢুপে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৭ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি হোস্টেল সুপারের দায়িত্বও পালন করেন।
২০১৯ সালে গুণী এই শিক্ষকের নামে প্রতিষ্ঠিত হয় যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা টি আলী স্যার ফাউন্ডেশন। মূলত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষকদের সহযোগিতার উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় ফাউন্ডেশনটি।