বার্মিংহামে ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৪, ১২:৪৬:৪৭ অপরাহ্ন
আনসার আহমেদ উল্লাহ: বার্মিংহামে ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকের এক কার্যনির্বাহী সভা গত ২২ এপ্রিল অনুষ্ঠিত হয়। সভাপতি রুহুল আমিন এতে সভাপতিত্ব করেন।
দুই যুগ্নসাধারণ সম্পাদক মনসুজ্জামান মোহন ও অনন্ত জলিল কাসেমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রধান পৃষ্ঠপোষক এস এম সুজন, উপদেষ্টা মন্ডলীর সভাপতি আলহাজ্ব বশির মিয়া কাদির, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গোলাম আজম তালুকদার, সহ সভাপতি শরীফ উল্যাহ তালুকদার, সহসভাপতি চুনু মিয়া, সহ-সভাপতি শাহ কুহিনূর খোকন, কোষাধ্যক্ষ আসকর আলী, যুগ্ম সম্পাদক, সাবেক প্রভাষক আলহাজ্ব আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস শহিদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ আবুল লেইস, সাংগঠনিক সম্পাদক সায়েক কবির তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল মিয়া, নজরুল ইসলাম, শাহরিয়ার কবির, প্রকাশনা সম্পাদক আলমগীর শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক আব্দুল বাসিত লিমন, মোসাদ্দেক হোসেন বাচ্চু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, আলহাজ্ব দিলাল উদ্দিন, আলহাজ্ব নুর আলী, তাজ উদ্দিন, ফেরদৌস আহমদ, আবু হেলাল, মারুফ আহমেদ, অতিথি সিরাজুল ইসলাম, মোহাম্মদ আবদুল কুদ্দুস, মাওলানা রশিদ আহমেদ ও সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ছাতক এলাকার সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সহায়তার জন্য ছাতক এডুকেশন ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়েছে। আর এ জন্য শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার লক্ষ্যে সংগঠনটি ছাতকে একটি মোবাইল লাইব্রেরিসহ ছাতকে একটি শিক্ষিত দক্ষ কর্মী বাহিনী তৈরির জন্য শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও এ বছর ছাতকের সব স্কুলে বিতর্ক প্রতিযোগিতা শুরু করার সিদ্ধান্ত নেয় কমিটি।
সভার শুরুতেই পবিত্র কোরান তেলায়াত করেন, মাওলানা মুজাহিদ উদ্দিন। বার্মিংহামে সভা আয়োজনের জন্য উপদেষ্টামন্ডলীর সভাপতি আলহাজ্ব বশির মিয়াকে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। ঈদ ও বাংলা নতুন বছর পুনর্মিলনী ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।