বড়লেখায় নিসচা’র মানববন্ধন: সড়ক দুর্ঘটনারোধে ৭ দাবি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৪, ৭:১০:৪০ অপরাহ্ন
বড়লেখা (মৌলভীবাজার)প্রতিনিধি: সম্প্রতি সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলা তথা সিলেট বিভাগেও সড়ক দুর্ঘটনা আশংকা জনক হারে বৃদ্ধি পাওয়ায় ও হতাহতের সংখ্যা বাড়ায় সড়ক দুর্ঘটনারোধে প্রশাসনের কঠোর নজরদারী ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনায় জাতীয় সামাজিক- স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৪ টায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এনাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, উদীচী শিল্পীগোষ্ঠী বড়লেখা শাখার সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র, টিম ফর কোভিড ডেথের সভাপতি শাহাব উদ্দিন, প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মো. শাহাব উদ্দিন, বড়লেখা ব্লাড ডোনেট ক্লাবের সদর ইউনিয়ন শাখার সহ-সভাপতি জাকির হোসেন, বড়লেখা হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ী ফাহিম আহমদ, রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আরিয়ান ফরহাদ, একাতা রক্তদান সংস্থার ভাইস চেয়ারম্যান মারুফ আহমদ, জাগরণী ইসলামি তরুণ সংঘের সভাপতি শাহরিয়ার শাকিল, বড়লেখা সরকারি কলেজের ছাত্র ফাহিম আহমদ।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনকে দ্রত কঠোর নজরদারী বাড়ানোর আহবান জানান। বক্তারা সড়ক দুর্ঘটনায় দোষী ব্যাক্তিদের সঠিক তদন্ত করে দ্রত আইনের আওতায় নিয়ে আসা, সড়কে ডিভাইডার স্থাপন করা, আঞ্চলিক ও মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্থান সনাক্ত করা এবং সতর্কিকরণ বিল বোর্ড স্থাপন করা, ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে বন্ধ রাখা, মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধে হাইকোর্টের রায় বাস্তবায়ন করা। হাইওয়ে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা, সঠিক পদ্ধতিতে বিআরটিকে লাইসেন্স প্রদান করার আহবান জানান।
নিসচা বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে সভাপতি তাহমীদ ইশাদ রিপন ৭ দফা দাবি উপস্থান করেন। দাবিগুলো হল: ১. সড়ক দুর্ঘটনা জাতীয় সমস্যা হিসেবে ঘোষনা করা, ২. সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে বিশিষ্টজনের সমন্বয়ে জাতীয় সেল গঠন করা, ৩. সড়ক পরিবহন আইন ২০১৮ এর আলোকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পূর্নবাসনের লক্ষে গঠিত ট্রাষ্টের নীতিমালা অনুযায়ী ক্ষতিপূরণ তাৎক্ষনিক প্রদান করা, ৪.সড়ক পরিবহণ আইন ২০১৮ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা, ৫. প্রশাসন ও সুশীল সমাজের ব্যক্তিবর্গদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক কমিটি গঠন করা, ৬. মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় সড়কে শৃঙ্খলার বিষয়টি গুরুত্ব দেওয়া, ৭. স্কুল-কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পাঠদানের পাশাপাশি সড়কে সচেতনতা বিষয়ে আলোচনা করা।
এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্তদাস, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য জমির উদ্দিন, ছাদিকুর রহমান, সাহাব উদ্দিন, আব্দুল হামিদ, রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের সভাপতি আশরাফুল হাসান, স্থায়ী পরিষদের সদস্য আব্দুস সামাদ আজাদ প্রমুখ।