বিশ্বনাথে প্রতীক পেলেন ১০ চেয়ারম্যান প্রার্থীসহ ১৯ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৪, ৮:৫১:১৯ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সিলেটের প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলা পরিষদের নির্বাচনে আগামী ৮মে অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে উপজেলা পরিষদের ‘চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন (১৫ এপ্রিল) পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেন ‘আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত’ সমর্থিত ২০ জন প্রার্থী। এর মধ্যে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নিজের মনোনয়পত্র প্রত্যাহার করে নেন উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নির্বাচনে প্রতিদ্বন্দিতায় থাকা ১০ জন চেয়ারম্যান, ৬ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান প্রতীক বরাদ্ধ করেন। প্রতীক বরাদ্ধ পাওয়ার পর পরই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেন প্রার্থীরা। বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতায় থাকা ১৯ জন প্রার্থীর মধ্যে ৮ জনই হচ্ছেন ‘যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র’ প্রবাসী। আগামী ৮ মে উপজেলায় ১ লাখ ৮৮ হাজার ৩৭ জন (পুরুষ ৯৭ হাজার ৬ জন ও মহিলা ৯১ হাজার ৩১ জন) ভোটার ৭৪টি ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী ৫ বছরের জন্য নিজেদের পছন্দের প্রার্থীদেরকে ‘উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে নির্বাচিত করবেন।
আরো পড়ুন
উপজেলা নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেসব প্রার্থী জয়ী
উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ঘরণার প্রার্থীদের মধ্যে প্রতীকপ্রাপ্তরা হলেন- জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ (আনারস), উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আকদ্দুছ আলী (হেলিকপ্টার), যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও যুবলীগের সহ সভাপতি প্রবাসী শমসাদুর রহমান রাহিন (শালিক), বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন (টেলিফোন), কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি প্রবাসী আব্দুল রোশন চেরাগ আলী (ঘোড়া), যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এনাম (মোটর সাইকেল)।
বিএনপি ঘরণার প্রার্থীরা হলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সুহেল আহমদ চৌধুরী (কাপ-পিরিচ), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক যুক্তরাজ্য প্রবাসী গৌছ খান (কৈ মাছ), যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ স্পোটর্স ডেভোলাপমেন্ট ট্রাস্ট ইউকের যুগ্ম সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী সেবুল মিয়া (দোয়াত-কলম), যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সফিক উদ্দিন (উট)।
উপজেলা ভাইস পদে আওয়ামী লীগ ঘরণার প্রার্থীদের মধ্যে প্রতীকপ্রাপ্তরা হলেন- উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ (টিউবওয়েল), উপজেলা যুবলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট (মাইক), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু (টিয়া পাখি)।
বিএনপি ও আঞ্জুমানে আল-ইসলাহ ঘরণার প্রার্থীরা হলেন- উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খান (তালা), খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রব সরকার (চশমা) এবং উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ’র সদস্য ইসলাম উদ্দিন (বই)।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীকপ্রাপ্তরা হলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলিয়া বেগম (ফুটবল), আওয়ামী লীগ নেত্রী ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার করিমা বেগম (কলস) এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহীন (প্রজাপতি)।