শিক্ষাবিদ মনসুর আহমদ খান যুক্তরাজ্য থেকে দেশে আসছেন বুধবার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৪, ৮:৩৭:৩১ অপরাহ্ন
সিলেট অফিস: ফ্রেন্ডস অব নেশন্যাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে কমিটির নব নিযুক্ত জেনারেল সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ মনসুর আহমদ খান আগামিকাল ২৪ এপ্রিল বাংলাদেশে এক সংক্ষিপ্ত সফরে আসছেন।
ব্রিটিশ বাংলাদেশী সিভিল সোসাইটি, ইউ কে -এর সিনিয়র সহসভাপতি মনসুর আহমদ খান তাঁর পিতা বিশিষ্ট শিক্ষাবিদ ফেঞ্চুগঞ্জ কাছিম আলি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও রেকটর মরহুম ইন্তাজির খান ও তার পরিবারের সকলের জন্য পারিবারিক দোয়া মাহফিলের আয়োজনেও শরিক হবেন।
তাদের পরিবারবর্গের সহযোগিতায় এবং সকলের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া হিফজুল কোরআন মাদ্রাসার সাধারণ সভাসহ বিভিন্ন কার্যক্রমেও যোগদান করার আাশা রাখেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, তিনি এ মাদ্রাসার পরিচালনা পরিষদের উপদেষ্টা, ভূমিদাতা সদস্য ও প্রবাসী শূভেচছা ফ্লোরসহ মাদ্রাসার সর্বোচ্চ আর্থিক যোগান দাতা।
হার্ট ফাউন্ডেশন সিলেট হসপিটালের ৭তলা বাস্তবায়ন কমিটির কোঅর্ডিনেটরদের অন্যতম
মনসুর আহমদ খান হাসপাতালের বিভিন্ন সভা বা কার্যক্রমেও উপস্থিত থাকবেন।
তিনি হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও জাকাত ফান্ডের একটি চেক হস্তান্তর এবং এই ফান্ডের ভবিষ্যত কর্মপন্থা নিয়ে পরামর্শ করবেন বলেও আশাবাদী। খাঁন সাহেব সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের সাথে সৌজন্য বৈঠক ও ওসমানী স্মৃতি যাদুঘর পরিদর্শনেও যাবেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রাণপুরুষ মরহুম ব্রিগেডিয়ার ডা: এম এ মালিকের কবর জিয়ারতে কুচাই ইউনিয়নের পশ্চিমভাগে যাওয়ারও ইচ্ছা ব্যক্ত করেন। সফরকালীন সময়ে তিনি ফেঞ্চুগঞ্জের পাঠানটিলায় নিজ বাসভবনে থাকবেন।
সপ্তাহ দুয়েক দেশে অবস্থান করে ১২ মে তিনি তার কর্মস্থল মানচেষ্টারে ফিরে যাবেন।