লঞ্চে উঠতে গিয়ে পানিতে পড়ে জার্মান প্রবাসী শিক্ষার্থীর মৃত্যু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৪, ৬:৫৫:২৫ অপরাহ্ন
নাজির আহমেদ আল-আমিন, ভৈরব : কিশোরগঞ্জের ভৈরবে লঞ্চে উঠতে গিয়ে পানিতে পড়ে আল ইসলাম (৩০) নামে জার্মান প্রবাসী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
২ এপ্রিল (সোমবার) রাত সাড়ে ৮টার দিকে ভৈরব বাজারে লঞ্চঘাট টার্মিনালে এ ঘটনা ঘটে।
তিনি ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলাউদ্দিনের পুত্র। তার বাড়ি শহরের চণ্ডিবের এলাকায়। প্রায় দেড় বছর আগে স্কলারশিপ নিয়ে জার্মান যান পড়াশোনার জন্য। ইদের কয়েকদিন আগে ছুটিতে বাড়ি আসেন তিনি। দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব নৌ পুলিশ ইউনিট ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৪০ মিনিট চেষ্টা চালিয়ে মুমূর্ষু অবস্থায় আল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, আল ইসলাম দেড় বছর আগে স্কলারশিপ নিয়ে জার্মান যান পড়াশোনা করতে। গত ৮ এপ্রিল জার্মান থেকে ছুটিতে দেশে আসেন পরিবার পরিজনের সাথে ইদ করার জন্য। সোমবার রাতে বন্ধুদের সঙ্গে নদীর পাড়ে আড্ডা দিতে গিয়ে লঞ্চে উঠতেছিল। এ সময় পা পিছলে নদীতে পড়ে যায় সে।
ভৈরব নৌ পুলিশ ইউনিটের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, রাত ৮টা ৪০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ডুবুরির মাধ্যমে চেষ্টা চালিয়ে ৪০ মিনিট পর ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।