চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব মিশিগানের বর্ষবরণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৪, ২:১৬:২২ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র এর আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪৩১ ও নবগঠিত কমিটির (২০২৪–২০২৫) পরিচিতি অনুষ্ঠান রোববার যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির দেশী হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মঈন, বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আহবায়ক বাবু প্রদ্যুন্ন চন্দের স্বাগত বক্তব্যের পরে বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক লুৎফর রহমান সংগঠনের সার্বিক অবস্থার বিবরণ ও ২৭ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিকে (২০২৪-২০২৫) পরিচয় করিয়ে দেন।
এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন আবুল কালাম আজাদ, জাবেদ চৌধুরী, লুত্ফুল বারী নিয়ন, মিল্টন বড়ুয়া আমিনুর রশিদ চৌধুরী, শাহ আব্দুল খালিশ মিনার ও মাহমুদ রহমান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে মনমুগ্ধকর সংগীত পরিবেশন করেন সালমীন চৌধুরী, সংগীতা বড়ুয়া শ্রুতিনাটক মিল্টন বড়ুয়া ও সংগীতা বড়ুয়া, মোহাম্মদ হোসেন চৌধুরী। নৃত্যে পরিবেশন করেন শতাব্দী রায়, নিশাত রহমান ও তানিশা চৌধুরী। সৈয়দ শাফি আহমেদের সংগীত পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আফতাব ও নুসরাত আরা ডলি। অতিথিদের মধ্যে উপস্হিত ছিলেন হ্যামট্রামেক সিটির মেয়র প্রটেম কাউন্সিলর আবু মুসা, ফারুক আহমেদ চান, আব্দুস শুকুর মাখন, সেলিম আহমেদ, নুরুল হক, মাহবুব রাব্বি খান, ড. মোহাম্মদ আলম, মামুন উদ্দীন শমছু ,লৎফুর রহমান শেলু, তাহির উদ্দীন (লুৎফুর), মামুনুল হুদা খান, সুমন কবির, দেলোওয়ার আনসার, শাহীন খালেদ, আব্দুল বাছিত, রব্বানি তালুকদার, আহাদ আহমেদ, সৈয়দ মতিউর রহমান শিমু সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক এবং পেশাজীবি সংগঠন নেতৃবৃন্দ সহ কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।