সিলেটে হিটস্ট্রোকে মৃত্যু ১
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৪, ৮:২০:৩৩ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেটের দক্ষিণ সুরমায় হিটস্ট্রোকে মো. আবু হানিফ মিয়া (৩৪) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে রাস্তায় পড়ে তিনি নিহত হন।
হানিফ মিয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার শিবপুর গ্রামের করম আলীর ছেলে ও দক্ষিণ সুরমার একটি কলোনির বাসিন্দা।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানিয়েছেন, রিকশাচালক আবু হানিফ মিয়া পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ওসি জানান, হিটস্ট্রোকে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তার পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গতকাল চুয়াডাঙ্গা, চট্টগ্রাম ও পাবনার ৩ জন হিটস্ট্রোকে মারা গেছেন বলে খবরে প্রকাশ।