কোপেনহেগেন: ৪০০ বছরের ঐতিহাসিক ভবনে ভয়াবহ আগুন (ভিডিও)
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৪, ৮:১৬:০৯ অপরাহ্ন
কোপেনহেগেন থেকে জাবের আহমেদ: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন শহরের ৪০০ বছরের পুরাতন ঐতিহাসিক বোরসেন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এই দুর্ঘটনার সূত্রপাত। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের প্রায় ৫ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো আগুন থেমে থেমে জ্বলছে। অগ্নিকাণ্ডে কোপেনহেগেন স্টক এক্সচেঞ্জের প্রায় অর্ধেক সম্পদ ভস্মীভূত হয়েছে।
কোপেনহেগেনের সিটি সেন্টার এলাাকার এ ভবনের আশেপাশে যথেষ্ট সিলেটি প্রবাসী থাকেন। এ অগ্নিকাণ্ডে বাংলাদেশী কারও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।
তবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে ঘটেছে সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। চারপাশে বিপুলসংখ্যক পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার জন্য আশপাশের সব রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। তবে এ ভবনে কোনো বাংলাদেশি ছিলেন কিনা সে সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই এখানে অবস্থান করা বাসিন্দাদের এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র সরিয়ে ফেলা হয়। এজন্য এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কারও মৃত্যু বা ক্ষয়ক্ষতির কোনো চিত্র পাওয়া যায়নি।
জানা গেছে, এটা ছিল ডেনমার্কের ঐতিহাসিক পেইন্টিং সংরক্ষিত প্রায় ৪০০ বছরের পুরাতন একটি ভবন। এটি সংস্কারের কাজ চলছিল। যেখানে ডেনমার্কের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ আর্ট, সংস্কৃতি , বিখ্যাত শিল্পীদের আঁকা ছবি এখানে সংরক্ষিত ছিল। ভবনটি নির্মিত হয়েছিল ১৬২৫ সালে। যেটা বর্তমানে সংস্কারের কাজ চলমান ছিল। তাছাড়া এখানে ডেনমার্কের স্টক এক্সচেঞ্জেরও অফিস ছিল।
কোপেনহেগেন সিটির জরুরি পরিচর্যা বিভাগের পরিচালক জ্যাকোব ভেস্টেড অ্যান্ডারসন গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছু জানতে পারিনি। তদন্ত চলছে, শিগরিরই এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারব।