পাল্টা হামলা করবেন না ইরানে, নেতানিয়াহুকে বাইডেন যেকারণে বললেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৪, ১:৩৫:৩১ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার জেরে প্রতিশোধমূলক এই পদক্ষেপ নেয় ইরান। রোববার রাতের এই হামলায় দুই শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। যদিও এসব হামলার বেশিরভাগে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও জর্ডান ব্যর্থ করে দিয়েছে।
ইরানের এই হামলার পর তাৎক্ষণিকভাবে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এ সময় বাইডেন নেতানিয়াহুকে সাফ জানিয়ে দেন, আমেরিকা ইরানে পাল্টা হামলায় অংশ নেবে না, এমনকি পাল্টা হামলায় সমর্থনও দেবে না। তার মতে, পাল্টা হামলা ওই অঞ্চলে আঞ্চলিক যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে। কারণ ইরান আগেই বলেছে, আমেরিকার মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন স্বার্থে আঘাত করবে।
তিনি নেতানিয়াহুকে বলেন, “আপনি বিজয় পেয়েছেন এবং তা ধরে রাখুন।” একথা বলার পর নেতানিয়াহু বাইডেনকে বলেন যে, তিনি বুঝে গেছেন। সূত্র: এক্সিওস, টাইমস অব ইসরায়েল