যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৪, ৯:৪৩:০৯ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় মিশিগান সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেটে বুধবার পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।
মিশিগান ষ্টেটে ইপসিলান্টি সিটির ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটির জর্জ গারভেন সেন্টারে সকাল ৭:৩০ মিনিট, ৯:৩০ মিনিট ও ১০:৩০ মিনিটে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের মুসলিম পুরুষ এবং নারীরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে।
এছাড়া মিশিগান ষ্টেটের ডেট্রয়েট সিটি, হ্যামটরমিক সিটি, ওয়ারেন সিটি, ষ্টারলিং হাইটস, নভাই, ডিয়্যার বন সিটি, ইপসিল্যানটি সিটি সহ অন্যান্য সিটিতেও সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের অন্যান্য ষ্টেটেও ঈদ নামাজ অনুষ্ঠিত হয় নিউইয়র্ক, নিউজার্সি, পেনসলিভেনিয়া, কানেকটিকা, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, জর্জিয়া, ইলিনয়, ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, আরিজোনা সহ অন্যান্য ষ্টেটে এবার ঈদ জামাত সকাল ৭:০০ থেকে সকাল ১০ টার মধ্যে অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে প্রবাসী বাংলাদেশীরা ছাড়াও পাকিস্তানি, ভারতীয়, ইরানি, ইরাকি, নাইজেরিয়ান, ফিলিস্তিনি, আলেজেরিয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লি ঈদের নামাজে শরিক হোন।
নামাজ শেষে বিশ্বের শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।