বিশ্বনাথের কুলসুমা হত্যা যুক্তরাজ্যে: হত্যাকারী মাসুম আদালত থেকে রিমান্ডে, আরও ৪ জন গ্রেফতার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৪, ৭:১৮:২৭ অপরাহ্ন
হাবিবুর রহমান মাসুম
লন্ডন অফিস: কুলসুমা আক্তারকে হত্যার অভিযোগে ২৫ বছর বয়সী হাবিবুর রহমান মাসুমকে আদালতে হাজির করা হয়েছে। সে ব্র্যাডফোর্ডে তার স্ত্রী কুলসুমা আক্তার শিউলিকে ছুরিকাঘাতে হত্যা করেছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) পুলিশ তাকে গ্রেফতারের তথ্য জানিয়েছে।
স্ত্রী শিউলীকে (২৭) প্রকাশ্য দিবালোকে ছুরির ঘা দিয়ে হত্যার পর থেকে হাবিবুর রহমান পলাতক ছিলেন। তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়।
লেমিংটন এভিনিউয়ের মাসুমের বিরুদ্ধে একটি ধারালো ছুরি রাখার অভিযোগ আনা হয়েছে।
এর আগে ব্র্যাডফোর্ড ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন এবং শুক্রবার তাকে ক্রাউন কোর্টে হাজির করার জন্য রিমান্ডে নেওয়া হয়।
ধূসর রঙের সোয়েটশার্ট পরা মাসুম ছয় মিনিটের শুনানির সময় শুধুমাত্র তার নাম, বয়স এবং ঠিকানা নিশ্চিত করার জন্য কথা বলেন।
যুক্তরাজ্যের ওল্ডহামে বসবাসরত নিহত শিউলীর ভাই আক্তার হোসেন সোমবার অভিযোগ করেছেন, গত শনিবার লন্ডন সময় বিকেলে তার বোনকে ছুরি দিয়ে নিজের ৫ মাস বয়সী শিশুপুত্রের সামনেই গুরুতর আঘাত করেন হাবিবুর রহমান মাসুম। পরে শিউলী মারা যান। এ ঘটনার পর থেকে মাসুম পলাতক ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, মাসুম ও শিউলী দম্পতি দুই বছর আগে সিলেটের বিশ্বনাথ থেকে যুক্তরাজ্যে আসেন। মাসুম আসেন স্টুডেন্ট ভিসায় আর স্ত্রী শিউলী আসেন মাসুমের ডিপেন্ডেন্ট হিসেবে। শুরুতে ওল্ডহাম এলাকায় থাকতেন এ দম্পতি। তাদের পারিবারিক কলহ শুরু হলে এক পর্যায়ে তা পুলিশ পর্যন্ত গড়ায়। পরে পুলিশ শিউলীকে স্যোশাল সার্ভিসের মাধ্যমে নিজেদের বসবাসস্থল থেকে সরিয়ে ব্রাডফোর্ডে নিরাপদে রাখার ব্যবস্থা করে। কিন্তু স্বামী মাসুম পুলিশের নিষেধ না মেনে শিউলীর গতিবিধি নজরদারি শুরু করেন। ঘটনার দিন ইফতারের আগে শিউলী তার শিশুপুত্রকে নিয়ে খাবার কিনতে বের হন। এ সময় আগে থেকে আগে থেকে অপেক্ষায় থাকা মাসুম শিউলীকে ধারালো ছুরি দিয়ে আক্রমণ করেন।
অপরাধী ও মাদক অপরাধে সহায়তা করার সন্দেহে আইলেসবারিতে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওয়েস্ট মিডল্যান্ডস এলাকার ২৩, ২৬, ২৮ এবং ২৯ বছর বয়সের এই লোকগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। সূত্র: বিবিসি