ঈদ নিয়ে আসে ‘আসমানী তাগিদ’, ঈদ মোবারক!
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৪, ১২:৪৫:৩৬ অপরাহ্ন
পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে এসেছে এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে। এতে আছে একটি ‘আসমানী তাগিদ’। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তা ব্যাখ্যা করেছেন তাঁর অসাধারণ সংগীতটিতে। বলেছেন- ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ/তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ’।
কেন আপনাকে বিলিয়ে দেওয়ার তাগিদ?
কারণ আপনাকে বিলিয়ে দেওয়ার মধ্য দিয়েই ব্যক্তির ঠুনকো আত্মশ্লাঘা তুচ্ছ হয়, জগতের সামগ্রিক আনন্দধারায় মিশে যাওয়া সহজ হয়।
ঈদের সময় দেশের বিপুলসংখ্যক মানুষ শহর ছেড়ে গ্রামে যান স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ শেয়ার করতে। তাঁদের যাত্রা যাতে নির্বিঘ্ন ও নিরাপদ হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকা দরকার।
ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ হলো ভ্রাতৃত্ব ও মিলনের উৎসব। সমস্ত বিভেদ ঘুচিয়ে একে অপরকে বুকে টেনে নিয়ে অভিনন্দন ও ভালোবাসা বিনিময় করার দিন।
অনুপমনিউজটুয়েন্টিফোর পরিবারের পক্ষ থেকে সকল পাঠক, বিজ্ঞাপন দাতা, জেলা-উপজেলার সংবাদদাতা ও দেশ বিদেশের সকল শুভানুধ্যায়ীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ আমাদের সহায় হোন। – সম্পাদক