মালয়েশিয়ায় আগামী কাল ঈদুল ফিতর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৪, ৭:৪৩:২২ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। দেশটিতে আগামী কাল বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। মালয়েশিয়ার ‘কিপার অব দ্য রুলারস সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘোষণা করেছেন।
কিপার অব দ্য রুলারস সিলের ভাষণটি স্থানীয় টেলিভিশনগুলোতে সম্প্রচার করা হয়। বুধবার ও বৃহস্পতিবার হরি রায়ার সরকারি ছুটি থাকবে।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এর আগে বলেছিলেন, শুক্রবার অতিরিক্ত সরকারি ছুটি থাকবে না।
আনোয়ার আরও বলেছিলেন যে তিনি খরচ কমানোর ব্যবস্থার অংশ হিসাবে তার সরকারী বাসভবন সেরি পেরদানাতে হরি রায়া ঈদুল ফিতরের ওপেন হাউসের আয়োজন করবেন না।
এটি দ্বিতীয়বারের মতো চিহ্নিত করেছে যে তার প্রশাসন ফেডারেল স্তরে হরি রায়া ওপেন হাউস রাখবে না, যা পূর্ববর্তী অনুশীলন থেকে প্রস্থান করে।