বড়লেখায় প্রবাসী ঐক্য পরিষদের ঈদ উপহার সামগ্রী বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৪, ৫:১১:০৭ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখার প্রবাসীদের সমন্বয়ে গঠিত আর্তমানবতার সংগঠন বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার হাজীগঞ্জ বাজাররস্ত স্থানীয় এক হলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুরু হয়।
সংগঠনের সহ সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও পরিচালক আজিম মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মাষ্টার জাকির হোসেন,টিম ফর কোভিড ডেথ বড়লেখা জুড়ীর প্রতিষ্ঠাতা সভাপতি শাহাবুদ্দিন,সংগঠনের অর্থ সম্পাদক আশফাক আহমেদ,প্রচার সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদ ২০১৯ সাল থেকে পরিষদের সদস্যদের অর্থায়নে উপজেলায় সামাজিক, মানবিক,মসজিদ, মাদ্রাসায় আর্থিক অনুদান, কন্যাদায়গ্রস্তদের আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন কার্যক্রম করে আসছে।তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এ আয়োজন।