শেখ হাসিনার দয়ায় খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন: চিফ হুইপ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০২৪, ১২:০২:১০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: খালেদা জিয়ার ঘরে বসে তার ছেলে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছে, ২১ আগস্টের ষড়যন্ত্র করেছে। সেদিন বাংলাদেশে কিন্তু কোনো বিচার হয়নি। উপরে আল্লাহ আছে, তাই সবার বিচারই কিন্তু হয়ে গেছে। আজকে কি করুণ অবস্থা খালেদা জিয়ার। শেখ হাসিনার দয়ায় তিনি চিকিৎসা নিচ্ছেন। পাশে ছেলে, ছেলের বউ বা পরিবারের কেউ নেই। বলেছেন, জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী।
শনিবার (৬ এপ্রিল) সকালে মাদারীপুরের শিবচর ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে আত্মকর্মস্থান সৃষ্টির লক্ষ্যে নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘অহংকার, টাকার গরম বেশি দিন থাকে না। ক্ষমতার গরমও বেশি দিন থাকে না। আমরা যদি মানুষের জন্য কাজ করতে পারি, সেটাই মানুষ মনে রাখবে। এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের পরিকল্পনা।’
এসময় চিফ হুইপ তার বক্তব্যে আরও বলেন, বিএনপি বঙ্গবন্ধু হত্যার বিচার করেনি। সংসদে ইনডিমিনিটি বিল পাস করেছে। ১৯৯৬ সালের সরকারের সময় যেদিন ইনডিমিনিটি বিল বাতিলের আইন করা হয়, সংসদে সেদিনও বিএনপি ওয়াকআউট করে। আর আজকে তারা মানবাধিকারের কথা বলছে!
‘আগামী প্রজন্মকে আমরা স্মার্ট বাংলাদেশের জন্য তৈরি করে যাবো’ উল্লেখ করে তিনি বলেন, ‘জিয়াউর রহমান পিকনিকের কথা বলে ছেলে-মেয়েদেরকে নিয়ে হাতে অস্ত্র দিয়েছে। আর শেখ হাসিনা দিচ্ছে কম্পিউটার।’
এসময় জিওবি অর্থায়নে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের বাস্তবায়নে ‘হার পাওয়ার প্রকল্পের প্রযুক্তি সহায়তায় নারীর ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার ২৫ জন প্রশিক্ষণার্থী নারীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
পরে চিফ হুইপ চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে শিবচর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করেন। বর্ধিত সভায় জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান তোতাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় সর্বসম্মতি ক্রমে শিবচর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান আতাহার হোসেন বেপারী এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা পরিষদের সদস্যা আয়েশা সিদ্দিকা মুনীর নাম ঘোষণা করা হয়।