গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের নগদ অর্থ ঈদ উপহার প্রদান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৪, ১০:৩৯:২৭ অপরাহ্ন
প্রতি বৎসরের ন্যায় এবারও “গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে” এর অর্থায়নে ৫ এপ্রিল ২০২৪ “আয়শা-মনোয়ারা রঃ মেমরিয়াল মহিলা দাখিল মাদ্রাসা” এর হলরুমে বৃহত্তর কামাল বাজার এলাকার প্রায় ৪০টি গ্রামের ২৭২টি পরিবারকে সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরণ করা হয়।
গ্রেটার কামাল বাজার স্পোর্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে এর চেয়ারপারসন এমদাদুর রহমান এমদাদের সভাপতিত্বে ও গ্রেটার কামাল বাজার স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট এর সেক্রেটারি মোকাব্বির আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সেক্রেটারি বখতিয়ার খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার কামাল বাজার স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট এর সভাপতি সামছুল হক।
প্রধান অতিথি বখতিয়ার খাঁন তাঁর বক্তব্যে গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। তিনি বলেন এ সংগঠনের প্রতিটি সদস্যের আর্থিক অনুদানে আমাদের কার্যক্রম পরিচালিত হয়। সকলের অংশগ্রহণ ব্যাতীত এ ধরনের উদ্যোগ গ্রহণ ও পরিচালনা সম্ভব নয়। তিনি আরও বলেন আজ আমাদের সহযোগী সংগঠন গ্রেটার কামাল বাজার স্পোর্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সকল সদস্যদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে গত ৯ বৎসর যাবত যেভাবে এলাকার সামাজিক এবং খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছে তা স্মরণীয় হয়ে থাকবে। তিনি উপস্থিত সকলের প্রতি এবং এলাকার দেশে ও প্রবাসে বসবাসরত সকলের প্রতি সংগঠনের পক্ষ থেকে ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক আজম আলী, সাংগঠনিক সম্পাদক মাশুক আহমেদ ( মাস্টার),অর্থ সম্পাদক আব্দুর রকিব, ক্রীড়া সম্পাদক এনামুল হক মাক্কু, প্রচার ও আইসিটি সম্পাদক সিদ্দিকুর রহমান খালেদ,দপ্তর সম্পাদক আনোয়ার হুসেন, নির্বাহী সদস্য আব্দুর রব সহ অন্যান্যরা।
সংগটনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহত্তর কামাল বাজার এলাকার সুনাপুর, রামপুর, মাধবপুর, পুরানগাও, লালপুর, সুপুর, বসন্তরাগাও, ভটের গাঁও, গুপ্তরগাও, মত্রাসপুর, ছনুপাডা, লক্ষিবাসা, সইদপুর, বেটুয়ারমুখ , ক্রোরিগ্রাম, নভাগ, তালিবপুর, ছোটদিঘলি, শহীদ সোলেমান নগর, রাউতরগাও, ছোট খুরমা,পেছি খুরমা,বড় খুরমা, বডখুরমা উত্তর, বটতলা, পেশকারগাও, লালটেক, ধরগাঁও, হইদরপুর, মানিকোনা, সুতারপাড়া, কাড়ারপার, শষ্যউরা, শেখেরগাও ও গাংপারের প্রায় ৩০০ জনকে অর্থ দিয়ে ঈদ উপহার প্রদান করা হয়। এই দুর্যোগময় সময়ে আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন সহযোগিতার হাত প্রসারিত করেন। আল্লাহ সবার প্রতি মংগল করুন, সকলকে নেক হায়াৎ দান করুন, সকলের দানকে কবুল করুন এবং সবাইকে উত্তম জাযা দান করুন। প্রেস বিজ্ঞপ্তি