বাহরাইনে মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৪, ৭:৩০:১৯ অপরাহ্ন
আশফাক আহমেদ বাহরাইন থেকে: পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইন এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে দেশটির জুফের এলাকায় আল মঞ্জিল হোটেলে কারী মোঃ জসিম উদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সৈয়দ সুরমান মিয়া সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ, কে, এম মহিউদ্দিন কায়েস, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মোঃ মাহফুজুর রহমান,বাংলাদেশ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোহাম্মদ মুইজ চৌধুরী, সি,আই,পি শফি উদ্দিন,বাংলাদেশ সমাজ বাহরাইনের সভাপতি মঞ্জুর আহমদ, বাংলাদেশ সোসাইটি বাহরাইনের সহ সভাপতি মাজহারুল হক নয়ন সহ বাহরাইন অবস্থানরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ সামাজিক সংগঠন, আঞ্চলিক সংগঠন, ইসলামিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সাংবাদিকবৃন্দ সহ বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে ইফতারের পূর্ব মুহূর্তে বাহারাইন প্রবাসী সহ দেশ-বিদেশের সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন ক্বারী শফিকুর রহমান।