রোমে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৪, ৮:৩২:২৬ অপরাহ্ন
ইসমাইল হোসেন স্বপন, ইতালি: বৈধপথে রেমিটেন্স প্রেরণ উৎসাহিত করতে রোমস্থ বাংলাদেশ দূতাবাস একজন মহিলাসহ ৫ জন প্রবাসী বাংলাদেশীকে “রেমিট্যান্স পুরস্কার” প্রদান করেছে।
দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। ইতালি থেকে বাংলাদেশে জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সময়ের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাঁদেরকে এ পুরস্কার প্রদান করা হয়। দূতাবাসের প্রবাসী কল্যান সচিব আসিফ আনাম সিদ্দিকীর পরিচালনায় পুরস্কার বিতরন করেন রাষ্ট্রদূত মোঃ মনিরুল ইসলাম।
২০২৩ সালের “রেমিট্যান্স পুরস্কার” প্রাপ্ত ব্যাক্তিগণ হলেন: ব্যক্তি ক্যাটাগরি (পুরুষ) উদ্দিন জিয়া, মোঃ মাহফুজুল হক, মোঃ ওমর ফারুক, এবং ব্যক্তি ক্যাটাগরি (মহিলা) মেহেনাস তাব্বাসুম। প্রতিষ্ঠান ক্যাটাগরিতে কাফ পিসি পয়েন্ট এর স্বত্তাধীকারী নিবাশ চক্রবর্তী।
বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০১৯ সালে বাংলাদেশ দূতাবাস, রোম “রেমিট্যান্স পুরস্কার” চালু করে।