‘নগদ’-র দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ ছিনতাই, একজন আশঙ্কাজনক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৪, ২:৫২:৩২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: মোবাইল ব্যাংকিং নগদের দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে নরসিংদীতে।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে নরসিংদীর রায়পুরার হাসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নরসিংদী পলাশের ইছাখালি গ্রামের নগদের মাঠকর্মী মো. শাহিন মিয়া (২৫) ও চর নগরদী গ্রামের নগদের সুপারভাইজার দেলোয়ার হোসেন (৫০)। দেলোয়ার হোসেনের পেটে গুলি লাগায় তার অবস্থা আশঙ্কাজনক।
রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি / কুকি-চিনের সাথে সংলাপ বন্ধের ঘোষণা শান্তি প্রতিষ্ঠা কমিটির রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, নরসিংদী টু রায়পুরা সড়কে সদরের সীমান্তবর্তী হাসনাবাদ এলাকায় নগদের দুইজন কর্মীকে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন তিনি। দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
নগদের নরসিংদী ব্রাঞ্চের ডিস্ট্রিবিউটর মো. শহিদ মিয়া জানান, বৃহস্পতিবার সকালে নগদের নরসিংদী ব্রাঞ্চ থেকে রায়পুরা ব্রাঞ্চে টাকা নিয়ে যাওয়ার সময় হাসনাবাদ বাজার সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছালে ২জন অজ্ঞাতনামা ব্যক্তি নগদের দুই কর্মীর মোটরসাইকেল রোধ করে দেলোয়ার পেটে ও শাহিনের হাতে গুলি করে প্রায় ৬০ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বাশার বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে দুইজন গুলিবিদ্ধ যুবককে জরুরি বিভাগে আনা হয় চিকিৎসার জন্য। তাদের মধ্যে একজনের পেটে গুলি লেগেছে আর অপরজনের হাতে। এর মাঝে পেটে গুলিলাগা যুবকের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।’