মালয়েশিয়ায় এশিয়া ই-ইউনিভার্সিটি সাথে ওয়কিয়া এডুকেশনের চুক্তি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ এপ্রিল ২০২৪, ৭:৫৫:০৫ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠান এশিয়া ই-ইউনিভার্সিটির সাথে বাংলাদেশের ওয়কিয়া এডুকেশনের চুক্তি সম্পন্ন হয়েছে। সোমবার (১লা এপ্রিল) রাজধানী কুয়ালালামপুরের অদূরে সুবাং জায়ার প্রানকেন্দ্রে অবস্থিত এশিয়া ই-ইউনিভার্সিটির নিজস্ব কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর করা হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়া ই-ইউনিভার্সিটির ম্যানেজিং ডিরেক্টর মিজানা মুহাম্মদ, ওয়াকিয়া এডুকেশনের এক্সেকিউটিভ ডিরেক্টর মো: সালাউদ্দিন, এডুভেলির ডিরেক্টর ইকরামুল হক, এডুভেলির সিও ডঃ প্রকাশ কুমার ভেলুমাইল প্রমুখ।
মালয়েশিয়ায় এশিয়া ই-ইউনিভার্সিটি মূলত ২০০৭ সালে এশিয়-প্রশান্ত অঞ্চলের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই অনলাইনে কার্যক্রম চললেও সম্প্রতি অফলাইনেও শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই অংশ হিসাবে বাংলাদেশের ওয়কিয়া এডুকেশনের সাথে প্রতিষ্ঠানের চুক্তিবদ্ধও হয়েছে বিশ্ববিদ্যালয়টি।
আরো পড়ুন ⤵️
মালয়েশিয়ায় সংস্কৃতি চর্চায় বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন
চুক্তি অনুযায়ী ফাউন্ডেশন থেকে শুরু করে ডিপ্লোমা, গ্রাজুয়েশন ও পিএইচডি শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারবে বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থীরা। একই সঙ্গে সুযোগ রয়েছে স্কলারশীপেরও।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওয়াকিয়া এডুকেশনের এক্সেকিউটিভ ডিরেক্টর মো সালাউদ্দিন জানান, মালয়েশিয়ার এশিয়া ই-ইউনিভার্সিটির একমাত্র সোল্ড এজেন্ট হচ্ছে আমরা। বাংলাদেশ থেকে কোন স্টুডেন্ট আসতে হলে অবস্যই আমাদের মাধ্যমে আসতে হবে এবং বাংলাদেশ থেকে কোন এজেন্ট কাজ করতে চাইলে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে।