নিউইয়র্ক: জ্যামাইকায় অসহায় মানুষদের খাদ্য সহয়াতা করেছে সেভ দ্যা পিপল ও ইউ এম আর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৪, ৪:৪৭:৩৪ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: আবারো পিছিয়ে পড়া অসহায় মানুষের পাশে দাড়ালেন ইমাম মুহাম্মদ শহীদুল্লাহ। এবার সাথে ছিলেন আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান, বাংলাদেশ অ্যামেরিকান সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ আলীসহ অনেকেই।
পবিত্র ঈদুল ফিতার উপলক্ষ্যে নিউইয়র্কের সেভ দ্যা পিপল ও ইউএমআর এর যৌথ উদ্যোগে পিছিয়ে পড়া মানুষকে খাবার বিতরন করা হয়েছে। উল্লেখ্য, সেভ দ্যা পিপলের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন ইমাম মুহাম্মদ শহীদুল্লাহ।
এই আয়োজন করেছে সেভ দ্যা পিপল, ইউএমআর এবং সহযোগীতায় ছিলো ইউএ থ্রি এবং নিউইয়র্ক সিটি স্পিকার এনরিয়া অ্যাডামস অফিস। নিউইয়র্কে ফুড ডিস্ট্রিবিউশনের এই আয়োজনে বিপুল সংখ্যক মানুষকে নানা ধরনের খাবার বিতরন করা হয়েছে। দীর্ঘ লাইনে শত শত মানুষ এই খাবার সংগ্রহ করে। নিজের দায়িত্ববোধ থেকে এইসব উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান মুহাম্মদ শহীদুল্লাহ।
এদিকে, বাংলাদেশ এবং কমিউনিটিতে নানাভাবে মানুষের পাশে থাকেন আকাশ রহমান। এই চমৎকার উদ্যেগের পাশে থাকতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর টবি এন স্টেভেস্কি। এই আয়োজনের প্রশংসা ছিলো তার কন্ঠে ছার্ছিনা শরীফের হুজুর শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী, মসজিদ কুবা এর প্রেসিডেন্ট সেলিম খান, কুইন্স পাওয়ার এর নির্বাহী পরিচালক ওমামা সিদ্দিকা, জ্যামাইকা মুসলিম সেন্টারের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন খান, ইউএমআর ডিরেক্টর মোহাম্মদ ফারুকও ছিলেন অনুষ্ঠানে। এই সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হিউম্যানিটি সার্ভিসের এডভাইজার ডাক্তার আবুল কাশেম, ইউনাইটেড ন্যাশন্স এসোসিয়েশনের প্রতিনিধি ফারিহা হাবিব ও সিস্টার আলিমাতা।
এই আয়োজনের অন্যতম উদ্যোক্ত ইউএমআর। এমন মহতী কাজে বিভিন্ন সময় মানুষের পাশে থাকছেন এই সংগঠনটি।
দীর্ঘ সারি ধরে সুশৃংখলভাবে নানা প্রয়োজনীয় খাবার সংগ্রহ করেছে উপস্থিত লোকজন। এমন মানবিক কাজে পাশে থাকতে পেরে ভালো লাগার কথা জানান বাংলাদেশ অ্যামেরিকান সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ আলী।
ইউএন সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলস’র এডভোকেট আলিমাটা কাউলিবালিও মানবিক কাজে সম্পৃক্ত হওয়ায় বেশ পুলকিত।
অন্য যারা এই ফুড ডিস্ট্রিবিউশন কার্যক্রমে সাথে ছিলেন সবার অনুভূতি ছিলো অসাধারণ।
এই আয়োজনে দোয়া ও মোনাজতা পরিচালনা করেন মির্জা আবু জাফর বেগ। সামনের দিনগুলোতে এমন আয়োজন নিয়মিত করা হবে বলে জানান ইমাম মুহাম্মদ শহীদুল্লাহ।