ইতালি: মাদারীপুর জেলা কল্যাণ সমিতির ইফতার ও দোয়া অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৪, ২:৩১:১৩ অপরাহ্ন
ইসমাঈল হোসেন স্বপন, ইতালি: পবিত্র মাহে রমজানে ইতালির মিলানে সম্মানিত রোজাদারদের সম্মানে মাদারীপুর জেলা কল্যাণ সমিতি মিলান লোম্বার্দিয়া ইতালির পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গত ২০ রমজান মিলানোস্থ সেন্টার জামে মসজিদে ইফতার মাহফিলে আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভাপতির বক্তব্য রাখেন মাদারীপুর জেলা কল্যাণ সমিতি মিলান ইতালির সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম কাওছার। কমিউনিটি ব্যক্তিত্ব আকরাম হোসেন, জয়নাল মুন্সী,মামুন হাওলাদার, তোফায়েল আহমেদ খান তপু,আসাদ খান,টিটু বেপারী,মনির ফকির, মোশাররফ ফকির, মাইনুল হক নাহিদ সহ আরো অনেকে।
মাহফিলে অংশ নেয় মিলান কমিউনিটির বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও স্থানীয় সামাজিক,রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা ও স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা।
ইফতারের পূর্বে বয়ান পেশ করেন ও বিশ্বের মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন সেন্টার মসজিদের খতিব। ইফতার মাহফিলের আয়োজনের মাধ্যমে প্রবাসী কমিউনিটিতে ভ্রাতৃত্ববোধ আরো বারবে এমনটি প্রত্যাশা সবার।