বাহরাইনে বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৪, ৮:৩৪:১৩ অপরাহ্ন
আশফাক আহমেদ বাহরাইন: পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দেশটির রাজধানী মানামায় কুক মেইল রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নুর সঞ্চালনায় পবিএ কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মূইজ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরী, স্কয়ার মেডিকেল সেন্টারের চেয়ারম্যান তাওলাদ হোসেন, প্রকৌশলী বদরুল আলম, সাবের আহমেদ, নাছির উদ্দিন, প্রকৌশলী সাহেদ আহমেদ, আলাউদ্দিন, নজরুল ইসলাম নাহিদ, সেলিম দরি, মুস্তাক আহমেদ, সংগঠনের সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক দুলাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম,সাদ্দাম হোসেন সহ বাহরাইন অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
ইফতারের পূর্ব মুহূর্তে বাহারাইন প্রবাসী সহ দেশ-বিদেশের সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।