বাহরাইনে বিএনপির বহিঃবিশ্ব অনলাইন সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০২৪, ৮:৪৪:২৮ অপরাহ্ন
আশফাক আহমেদ বাহরাইন থেকে: বাহরাইনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বহিঃবিশ্ব অনলাইন সংগঠন আমরা জিয়ার সেনা বাহরাইন শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামায় ভিলেজ বাংলা রেস্টুরেন্টে মোঃ তাজুল ইসলাম জনি চৌধুরী সভাপতিত্বে ও বাহারাইন কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হাজারীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আক্তারুজ্জামান মিয়া, গেস্ট অফ অনার ছিলেন বাহারাইন বিএনপির সাবেক সিনিয়র সভাপতি আব্দুল গনি মজুমদার।
প্রধান বক্তা ছিলেন বাহরাইন বিএনপির সাবেক সহ সভাপতি আবুল হোসেন ভূঁইয়া,স্বাগত বক্তব্য রাখেন বাহরাইন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আলাউদ্দীন গাজী।
অনুষ্ঠানে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা নূর মোহাম্মদ রফি,বিশেষ অতিথি ছিলেন বাহরাইন বিএনপি সাবেক সহ সভাপতি নুর আলম, ও্বককক কেন্দ্রীয় যুবদল সহ সভাপতি মোঃ আবুল বাশার তালুকদার, বাহরাইন কেন্দ্রীয় যুবদল সহ সভাপতি মোঃ কামরুজ্জামান, বাহরাইন কেন্দ্রীয় যুবদল সহ সভাপতি রবিউল ইসলাম, বাহরাইন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর হোসেন সহ বাহরাইন অবস্থানরত বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরিশেষে দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।