ভেনিসে সম্মিলিত নাগরিক কমিটির ইফতার ও দোয়া মাহফিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৪, ১০:২২:৪৭ অপরাহ্ন
ইসমাইল হোসেন স্বপন, ইতালি : ইতালির ভেনিসে সম্মিলিত নাগরিক কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) সংগঠনের স্থানীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি
আবুল কাসেম সিকদার সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক বিএম মিঠুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মেজবাহ উদ্দিন মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসির মাঝি, জাকারিয়া সুমন, মাহমুদুল্লাহ সোহেল, মোশাররফ মোল্লা, সোহানুর রহমান উজ্জ্বল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাজি রোনাক। এসময় আরো বক্তব্য রাখেন, আবুল বাসার, সুমন বন্দুকসী, বাবু শেখ।
ইফতার মাহফিলে মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করেন সংগঠনের সদস্য আবুল হাসনাত ।