মালয়েশিয়ায় এতিম শিক্ষার্থীদের নিয়ে মামা শিল্পীগোষ্ঠীর ইফতার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৪, ৪:২৭:২৯ অপরাহ্ন
ইফতার ও দোয়া মাহফিলে মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী বিডি মালয়েশিয়ার পক্ষ থেকে, শতাধিক এতিম কোরআনে হাফেজ শিক্ষার্থীদের দেওয়া দেওয়া হয় বিশেষ সম্মাননা। ছবি: সংগৃহীত।
আহমাদুল কবির, মালয়েশিয়া: শতাধিক এতিম কোরআনে হাফেজ শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও বিশেষ দোয়া মাহফিল করেছে, মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী বিডি মালয়েশিয়া ।
১৬ মার্চ সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুর পুডু এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এতিম শিশু শিক্ষার্থীদে নিয়ে এ ইফতার ও দোয়া মাহফিল করে সংগঠনটি। এতিম হাফেজ শিক্ষার্থীদের পবিত্র কোরআন তেলাওয়াত (খতম) এর মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।
আরো পড়ুন ➡️
মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: ইয়াছিন টুটুল এবং সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি জাকির হোসেন। অনুষ্টানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন, সংগঠনের প্রতিষ্ঠাতা এমদাদুল হক সবুজ, সাবেক সভাপতি আবু হানিফ, মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেদ বাদল। বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি দাতু আকতার হোসেন, কায়ুম সরকার ও সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মনির, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি জাহিদুর রহমান খাঁন কাকন। মালয়েশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি দাতু শ্রী সেলিম জালাল।
অনুষ্টানে কোরআন তেলাওয়াত করছেন, কোরআনে হাফেজ শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত।
অনুষ্টানে এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে রমজানের উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান শেষে দেশ জাতি ও স্রষ্টার সকল সৃষ্টির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো: আতিকুর রহমান।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ও সাখাওয়াত হোসেন জোসেফ, মামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি আশফাকুল ইসলাম সোহেল, মো: মানিক মিয়া, জহিরুল ইসলাম। বঙ্গবন্ধু পরিষদ কুয়ালালামপুর শাখার সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন। মামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি লাল্টু বিশ্বাস। মালয়েশিয়া মহানগর যুবলীগ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ লাল মাহমুদ, মো: আবু হানিফ, মো: হানিফ গাজী, মো: আসাদ, বাবু অসিম কুমার রায়, প্রান্ত, জাহিদ, আরেফিন, রায়হান প্রমুখ।