বাহরাইন দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৪, ৯:০১:২২ অপরাহ্ন
আশফাক আহমেদ বাহরাইন : বাহরাইনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস বাহরাইন।
রবিবার দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্প-অর্পণ করে দিবসটির কার্যক্রম শুরু করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েসের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দেয়া বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব ইলিয়াছুর রহমান ও শ্রম সচিব মাহফুজুর রহমান।
মেয়েটির অভিযোগের সত্যতা মিলেছে
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এবং শিশুদের শিক্ষা ও উন্নতির পরিকল্পনার সফলতা নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।এবং বাংলাদেশ স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশী স্কুলের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ,বাহরাইন অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও দূতাবাসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয় ।