মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫৮ অবৈধ অভিবাসী আটক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৪, ৮:১০:০৮ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া:মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫৮ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। শনিবার ভোরে অপি পিন্টু নামের এক অভিযান চালিয়ে পেরাক রাজ্যের ইমিগ্রেশন ১৫৮ জন অবৈধ অভিবাসীকে আটক করে।
পেরাক ইমিগ্রেশন ডিরেক্টর, মেওর হিজবুল্লাহ মেওর আবদ মালিক এক বিবৃতিতে বলেছেন, পেরাক বার্চাম ফ্ল্যাটে অভিযানের সময় ৩৫৮ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। তন্মধ্যে ১৫৮ জনকে বৈধ ভিসা বা পারমিট ছাড়াই মালয়েশিয়ায় বসবাস এবং তাদের অনুমোদিত সময়সীমা অতিক্রম হওয়ায় তাদের আটক করা হয়।
মালয়েশিয়া মাই সেকেন্ড হোম: বিদেশিদের আকৃষ্ট করতে শর্ত শিথিল করলো সরকার
আটকরা, ইন্দোনেশিয়া, নেপাল, মায়ানমার, বাংলাদেশ, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামের নাগরিক।
আটকদের মধ্যে ৮৩ জন পুরুষ, ৫৪ জন মহিলা, ৮ জন ছেলে এবং ৩ জন মেয়ে, যাদের বয়স ৯ থেকে ৬০ বছর। আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।