ওমানে চট্টগ্রাম সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৪, ৯:৩২:২৪ অপরাহ্ন
পলাশ শীল, ওমান: প্রবাসীদের নিয়ে চট্টগ্রাম সমিতি ওমানের ইফতার ও দোয়া মাহফিল ১৫ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। মাস্কাট ইন্টারসিটি হোটেলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সমিতি ওমানের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জামাল চৌধুরী সঞ্চালনায়, সভাপতি ও এনআরবি এসএসএন সাধারণ সম্পাদক সিআইপি ইয়াসিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম ও কাউন্সিলর রাফিউল ইসলাম।
গেস্ট অব অনার ছিলেন সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক (সিআইপি), বিশেষ অতিথি ছিলেন ওমান গাল্ফ এক্সচেঞ্জে সিইও ইফতেখার উল হাসান চৌধুরী, সোশ্যাল ক্লাবের সাধারণ সম্পাদক এমএন আমিন, আওয়ামী লীগ ওমানের সভাপতি ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল পাশা, আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল নোমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সাহাব উদ্দিন (সিআইপি), হোসনী গ্রুপের জি এম ইব্রাহিম চৌধুরী।
ইফতার মাহফিলের আহ্বায়ক ছিলেন পারভেজ মো. আমানুল্লাহ চৌধুরী বাবলু সিআইপি ও সদস্য সচিব আমিরুল ইসলাম বাবর।
এতে অংশ নেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের নেতারা, বাংলাদেশ আওয়ামী লীগ ওমান কেন্দ্রীয় কমিটির নেতারা, ওমান বঙ্গবন্ধু পরিষদের নেতারা, ওমান যুবলীগের নেতারা, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতারা, ওমান বিএনপির নেতারা, বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার, বাংলাদেশ স্কুল মাস্কাট কার্যকরী পরিষদের সদস্যরা, বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ ছাহামের কার্যকরী পরিষদের সদস্যরা, বাংলাদেশ স্কুল জালান, সোশ্যাল ক্লাব ওমানের বিভিন্ন উংয়ের নেতারা, সিআইপিরা, হাটহাজারী সমিতি ওমান, বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের কার্যকরী পরিষদের নেতারা, বিভিন্ন এক্সচেঞ্জ হাউজের কর্মকর্তারা, ওমান গাউছিয়া কমিটির নেতারা, চট্টগ্রাম সমিতি ওমানের উপদেষ্টারা, কার্যকরী কমিটির সদস্যরা, আজীবন সদস্যরা, সাধারণ সদস্যরা। আরও উপস্থিত ছিলেন ওমানের ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মো. ইয়াসিন চৌধুরী সিআইপি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও দেশের স্বার্থে মানবতার কল্যাণে দলমত নির্বিশেষে কমিউনিটির সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।