বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সাথে ঢাকা বিভাগীয় পরিষদের সৌজন্য সাক্ষাৎ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৪, ৪:৩২:০০ অপরাহ্ন
আশফাক আহমেদ বাহরাইন থেকে: বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েসের সাথে ঢাকা বিভাগীয় পরিষদের
নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দেশটির রাজধানী মানামাস্থ বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স হলে ঢাকা বিভাগীয় পরিষদের প্রধান উপদেষ্টা আসিফ আহমেদের নেতৃত্বে ঢাকা বিভাগীয় পরিষদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল এ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের শুরুতেই চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আসিফ আহমেদ।পরে নবগঠিত কমিটির সভাপতি নজরুল ইসলাম নাহিদ ১০ সদস্যের প্রতিনিধি দল কে পরিচয় করিয়ে দেন এবং সংগঠনের মিশন ও ভিশন নিয়ে বিশদ আলোচনা করেন।সাক্ষাতে আরোও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সেলিম দড়ি,সিনিয়র সহ সভাপতি শেখ নাহিদ,সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ,সাংগঠনিক সম্পাদক সোহেল আহসান,মোরাদ হোসেন,শেখ মোঃ ইমরান, নুরুল ইসলাম ও আবুল হোসেন।
ঢাকা বিভাগীয় পরিষদের সকল জন কল্যাণ মূলক কাজে দূতাবাসের সহযোগিতা কামনা করেন।চার্জ দ্যা অ্যাফেয়ার্স ঢাকা বিভাগীয় পরিষদের মানব কল্যাণে সকল কাজের ভূয়সী প্রশংসা করেন,পূর্বের ন্যায় ভবিষ্যতেও যেকোনো রকমের জনকল্যান মূলক কাজে দূতাবাস প্ৰত্যক্ষ ভাবে পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।
শেষে চার্জ দ্যা অ্যাফেয়ার্সের কাছে ঢাকা বিভাগীয় পরিষদের নবগঠিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রদান করেন।