খারাপ কোলেস্টেরল বেড়েছে কি না চোখ জানাতে পারে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২৪, ১২:৩০:০২ অপরাহ্ন
অনুপম স্বাস্থ্য ডেস্ক: চোখ বিভিন্ন রোগের উপসর্গ জানাতে পারে। চোখ দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন শরীরে খারাপ কোলেস্টেরল বেড়েছে কি না। যেসব উপসর্গ জানান দেবে শরীরে কোলেস্টেরলের মাত্রা:
চোখের চারপাশে অস্বাভাবিক মাংসপিণ্ড কিংবা সাদা বা হলুদ রঙের ছোট ছোট দানা জানান দেয় রক্তে কোলেস্টেরলর মাত্রা। এই সমস্যাকে বলা হয় জ্যানথেলাসমাস।
চোখে ঝাপসা দেখছেন? চোখের সামনে কালো বলয় বা রেখা দেখতে পেলে সতর্ক হোন। কোলেস্টেরল বাড়লে সমস্যা দেখা যায় রেটিনাতেও। তাই চোখে সমস্যায় গাফলতি না করে শরণাপন্ন হোন চিকিৎসকের।
অনেক সময় কর্নিয়ার চারপাশে একটি সাদা রঙের বলয় দেখা যায়। এটিকে বলা হয় অরকাস যা সাধারণত বয়স বাড়লে গঠিত হয়। কিন্তু, শরীরে বাজে কোলেস্টেরলের প্রভাবেও এই বলয় তৈরি হতে পারে।