মিশিগানে আরাফাত ট্রাভেল এন্ড মানি ট্রান্সফার উদ্বোধন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৪, ২:০০:১৭ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটিতে রবিবার (মার্চ ৩) শুভ উদ্বোধন হলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আরাফাত ট্রাভেল এন্ড মানি ট্রান্সফার।
উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক শত বাংলাদেশি অংশগ্রহণ করেন, প্রথমে ফিতা কেটে আনুষ্ঠানিকতা শুরু হয়, সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন আগতো অতিথিরা পরে প্রতিষ্ঠানের সাফল্যে কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আরো পড়ুন ➡️
মিশিগানে শহিদুর রহমান চৌধুরী জাবেদের পক্ষে সংবাদ সম্মেলন
আরাফাত ট্রাভেল এন্ড মানি ট্রান্সফার এর ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া জামান তিনি জানান দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন ব্যাবসার সাথে জড়িত আছি এবং নিজের ভাললাগা থেকেই ট্রাভেল এবং মানি ট্রান্সফার ব্যাবসার সাথে নিজেকে সম্পৃক্ত করলাম। এখানে যেমন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে তেমনি ভাবে প্রবাসী বাংলাদেশী যারা মিশিগান সহ যুক্তরাষ্ট্রে বসবাস করেন আমার প্রতিষ্ঠানের মাধ্যমে সর্বোচ্চ সেবা প্রদান করতে পারবো।
উদ্বোধনী অনুষ্ঠানে মিশিগানের বিভিন্ন সিটিতে বসবাসরত বাংলাদেশিরা সহ উপস্থিত ছিলেন কাউন্সিলর, ব্যাবসায়ী, রিয়েলেটর, সাংবাদিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ কমিউনিটির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।