মিশিগানে শহিদুর রহমান চৌধুরী জাবেদের পক্ষে সংবাদ সম্মেলন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৪, ৯:৪২:৫৬ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সিলেট গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুর রহমান চৌধুরী জাবেদের পক্ষে মিশিগানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ মার্চ শনিবার দুপুরে যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির ওয়াসিম ইন্টারন্যাশনাল রিয়েলিটির হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রথমে লিখিত বক্তব্যে পাঠ করেন মিশিগানের বিশিষ্ট ব্যবসায়ী শাকের উদ্দিন সাদেক উক্ত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শাহিদুর রহমান চৌধুরী জাবেদের পিতা
মোহাম্মদ আতাউর রহমান চৌধুরী, মাহতাবুর রহমান, মামুন উদ্দিন শামসু ও মামুনুর রেজা শাহেল।
লিখিত বক্তব্যে শাকের উদ্দিন সাদেক বলেন, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদের পক্ষে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক সহ সবাইকে স্বাগত জানাই। তিনি বলেন এবারের নির্বাচনে শাহিদুর রহমান চৌধুরী জাবেদের প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপক ও প্রয়োজনীয়তা সম্পর্কে আপনাদের মাধ্যমে দেশে-বিদেশে অবস্থানরত গোলাপগঞ্জবাসী সহ সিলেটের আপামর জনসাধারণকে অবগত করতেই আজকের এই সংবাদ সম্মেলন।
আপনারা জানেন শাহিদুর রহমান জাবেদ গোলাপগঞ্জ উপজেলার একজন কৃতিসন্তান ও সমাজসেবক হিসাবে ইতিমধ্যে প্রচুর খ্যাতি অর্জন করেছেন। বয়সে তরুণ এবং কর্মোদ্যম মানুষ হিসাবেও তিনি সর্বত্র পরিচিত। যুক্তরাষ্ট্র প্রবাসী হলেও বছরের অধিকাংশ সময়ই তিনি দেশে এবং গোলাপগঞ্জের তার নিজের বাড়িতে অবস্থান করেন। তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। ছাত্রলীগের রাজনীতি করতে করতে উঠে এসে এখন তিনি সিলেট জেলা আওয়ামী লীগের একজন সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। তিনি গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ’র মাধ্যমেও উন্নয়নমূলক তৎপরতার সঙ্গে জড়িত। এছাড়াও গোলাপগঞ্জের একেবারে তৃণমূল পর্য্যায়েও তিনি খেলাধুলা ও শিক্ষার উন্নয়নে কাজ করছেন। অসহায় দরিদ্র, বয়স্ক প্রতিবন্ধী বিধবা এবং চরম দরিদ্র শিক্ষার্থীদের পাশে সবসময় নির্ভরশীলতার প্রতিক হয়ে সহযোগীতার হাত প্রসারিত রেখেছেন দীর্ঘদিন ধরে। দেশ-সমাজ এবং বিশেষ করে গোলাপগঞ্জবাসীর আর্ত-সামাজিক উন্নয়নে তার নিরলস প্রচেষ্টা সর্বজনবিদিত।
তার দেশপ্রেম ও মানুষের জন্য কাজ করার স্পৃহা দেখে আমরা যুক্তরাষ্ট্রে বসবাসরত গোলাপগঞ্জ উপজেলার কয়েকশ’ সচেতন প্রবাসী পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে উপলব্ধি করতে পারি, আমাদের উপজেলার অবহেলিত মানুষের কল্যাণ সাধনে শাহিদুর রহমান চৌধুরী জাবেদ একজন উপযুক্ত মানুষ। গত প্রায় ৬ মাস ধরে আমাদের আমাদের বিভিন্ন প্রতিনিধি এবং স্বয়ং জাবেদ নিজে উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে গণসংযোগ করেছেন। তার প্রতি মানুষের সমর্থন ও আন্তরিকতা এবং ভালোবাসা দেখে আমরা তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য পরামর্শ দেই এবং আমাদের একজন প্রতিনিধি হিসাবে তাকে মনোনীত করি। আমরা যুক্তরাষ্ট্র প্রবাসী গোলাপগঞ্জবাসীর পরিবারের লোকজন এবং আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব উপজেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে ছিটিয়ে আছেন। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সহ আমাদের উপজেলার সর্বস্থরের মানুষের কাছে অনুরোধ, আপনারাও আমাদের সমর্থনে এগিয়ে আসুন। কারণ, শাহিদুর রহমান জাবেদ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হলে আমাদের নিম্নে লিখিত ৫ দফা দাবি পূরণসহ পিছিয়ে পড়া গ্রামগুলোর সার্বিক উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এবং অবশ্যই সফল হবেন।
১. গোলাপগঞ্জ উপজেলা পরিষদকে নিষ্ক্রিয় থেকে সক্রিয় করে তোলা।
২. ভাঙ্গা রাস্তাঘাট সংস্কার করে সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। বিশেষ করে গ্রামীন কাঁচা রাস্তাগুলোর উন্নয়ন ও নতুন রাস্তা তৈরি।
৩. গোলাপগঞ্জ উপজেলার সাধারণ মানুষকে এখনো মোটামুটি মানের চিকিৎসার জন্য সিলেট শহরের উপর নির্ভর করতে হয়। গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সার্বিক উন্নয়নসহ কমিউনিটি ক্লিনিকগুলোর সুযোগ সুবিধা আরও বেশি বৃদ্ধি করে উপজেলার চিকিৎসা খাতের উন্নয়ন।
৪. একসময় শিক্ষা ক্ষেত্রে সিলেট বিভাগের মধ্যে এগিয়ে থাকা গোলাপগঞ্জ উপজেলার সেই সুনাম এখন আর নেই। উপজেলা পরিষদের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে বিদ্যমান সমস্যাগুলো সমাধান ও দরিদ্র বা মধ্যবিত্ত শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে সমস্ত উপজেলার শিক্ষার মান উন্নয়ন।
৫. সরকারি বা মন্ত্রী-এমপির বরাদ্দ ছাড়া উন্নয়ন কাজ অসম্ভব- এমন চিন্তাভাবনা থেকে গোলাপগঞ্জ উপজেলাকে বের করে এনে বেসরকারি উদ্যোগে ফান্ড- সংগ্রহের মাধ্যমে সার্বিক উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখা।
এছাড়াও উপজেলাজুড়ে যত ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন, সরকারের সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে সেসব প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে শাহিদুর রহমান চৌধূরী জাবেদ আন্তরিকভাবে কাজ করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর তাই আমরা মনে করি, গোলাপগঞ্জ উপজেলা পরিষদকে প্রায় মুমূর্ষ অবস্থা থেকে উদ্ধার করে একটি আদর্শ উপজেলায় রূপান্তর করতে জাবেদ একজন উপযুক্ত মানুষ। আমরা দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত গোলাপগঞ্জবাসীর প্রতি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে জাবেদকে নির্বাচিত করতে সার্বিক সহযোগীতার উদাত্ত আহ্বান জানাই। সেই সাথে আমরা আমাদের এই প্রার্থীর জন্য সবার দোয়া এবং গোলাপগঞ্জবাসীর কাছে ভোট চাই।
উক্ত সংবাদ সম্মেলন বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।