স্বাধীনতার মাস: কে এম আবুতাহের চৌধুরী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৪, ৬:২৫:০৯ অপরাহ্ন
স্বাধীনতার মাস: কে এম আবুতাহের চৌধুরী
পহেলা মার্চ থেকে শুরু হয়
স্বাধীনতার মাস,
আন্দোলন দানা বেঁধেছিল
গড়তে স্বাধীন আবাস।
তেচরা মার্চ পাকিস্তানের পতাকা
পুড়াই শহরে বন্দরে,
স্বাধীন বাংলার পতাকা উড়াই
বাংলার ঘরে ঘরে।
মিছিলে মিছিলে উত্তাল দেশ
পথে পথে শ্লোগান,
সাতই মার্চে বঙ্গবন্ধুর ভাষণে
আন্দোলন হয় বেগবান।
যার যা কিছু আছে তাই নিয়ে
শত্রু মোকাবিলার ডাক,
সবার কন্ঠে ওঠে একই আওয়াজ
শাসকরা নিপাত যাক।
স্বাধিন কর স্বাধিন কর শ্লোগানে
আকাশ বাতাস কাঁপে,
শুরু হয় অসহযোগ আন্দোলন
পাকিস্তানীরা পড়ে চাপে।
তেইশে মার্চ প্রজাতন্ত্র দিবসে
উড়ে নাই পাক পতাকা,
পত পত করে উড়তে থাকে
স্বদেশের চিত্র আঁকা।
ছাব্বিশে মার্চের ঘোষণায়
মুক্তিযুদ্ধের হয় সূচনা,
পঁচিশে মার্চের কালো রাতে
হামলা করে পাক সেনা।
বাড়ি ঘর আগুনে জ্বালিয়ে
চালায় বর্বর হত্যা,
ত্রিশ লাখ লোক মেরে ফেলে
পাক সামরিক জান্তা।
নয় মাসের যুদ্ধে স্বাধীন হয় দেশ
পাক বাহিনীর পরাজয়,
পরাধীনতার বিরুদ্ধে বাঙালীর
অর্জন করে বিজয়।
স্বাধীনতার মাসে জানাই সবাইকে
একরাশ রক্তিম শুভেচ্ছা,
সবে মিলে দেশটাকে গড়ে তুলি
এটা হোক মোদের ইচ্ছা।