বাহরাইনে আমিনুল হক জিল্লুকে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ৯:২৯:৪৪ অপরাহ্ন
আশফাক আহমেদ বাহরাইন থেকে: জালালাবাদ এসোসিয়েশন যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু বাহরাইন আগমন উপলক্ষে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করে জালালাবাদ এসোসিয়েশন বাহরাইন।
মঙ্গলবার দেশটির রাজধানী মানামা কিউ রেস্টুরেন্টের হল রুমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে আলোচনা সভা শুরু করা হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ কায়েছ আহমেদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সম্রাট নজরুল ইসলাম ও লিমন আহমেদের যৌথ পরিচলনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু, গেস্ট অব অর্নার ছিলেন বাংলাদেশ সমাজ বাহরাইনের সভাপতি মঞ্জুর আহমেদ, প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদের সভাপতি সৈয়দ সুরমান মিয়া, আব্দুস সাত্তার, অনুকুল দেবনাথ, বিষ্ণপদ দেব, ছানু মিয়া, মো. শাহ জালাল, সেলিম চৌধুরী, সায়েম, লিটন, দারা মিয়া, এহসান এলাহী, চিকন আহমেদ, শাহনুর খান, অলিউর রহমান, টিপু সুলতান, শাহ আলম, মোহাম্মদ সুমন, শওকত, রুজেল, আজমল সহ বাহরাইন অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
পরিশেষে বাহরাইন প্রবাসী সহ দেশ-বিদেশের সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।