অস্ট্রেলিয়া: ভয়াবহ দাবানল, ৩০ হাজার বাসিন্দাকে সরে যেতে বলা হয়েছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩২:৫০ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের ভিক্টোরিয়া রাজ্যে বড় আকারের দাবানলের ঘটনায় কর্তৃপক্ষ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভিক্টোরিয়া রাজ্যের উইমেরা অঞ্চল সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। সেখানে বিপর্যয়কর পরিস্থিতি ঘোষণা করা হয়েছে, যেটিকে সর্বোচ্চ সতর্ক অবস্থা বলে বিবেচনা করা হয়। এদিকে প্রায় ৫৬ হাজার বাসিন্দার প্রত্যন্ত নগরী মিলডুরাতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।
স্থানীয় প্রশাসন থেকে ওইসব অঞ্চলের প্রায় ৩০ হাজার বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।
ভিক্টোরিয়া ফায়ার ডিপার্টমেন্টের প্রধান কর্মকর্তা জেসন হেফারনার এবিসি টেলিভিশনকে বলেন, আজের দিনটি ওইসব দিনের একটি হতে চলেছে যেসব দিনে স্থানীয় বাসিন্দাদের খুবই স্বল্প সময়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়।
এরইমধ্যে মেলবর্ন থেকে মাত্র ৯৫ কিলোমিটার দূরের শহর কয়েকশ ফায়ার সার্ভিস কর্মী বালারাটের কাছে বিশালাকারের একটি দাবানলের নেভানোর চেষ্টা করছে। গত বৃহস্পতিবার থেকে দাবানলটি জ্বলছে। যেটি এরইমধ্যে ছয়টি বাড়ি গ্রাস করেছে। ২০ হাজার হেক্টরের বেশি ভূমি পুড়িয়ে ফেলেছে, যার ফলে মারা গিয়েছে অনেক গবাদি পশু।