মিশিগানে একুশের প্রথম প্রহরে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৪৭:৫৪ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানে একুশের প্রথম প্রহরে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বীর শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে মিশিগানে বসবাসরত প্রবাসীরা বাংলাদেশিরা। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে হ্যামট্রাম্যাক সিটি হল প্রাঙ্গনে সমবেত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১১টার পর থেকেই সিটি হলের মাঠে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে লোকজন জড়ো হতে শুরু করেন। বিভিন্ন সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষের হাতে হাতে ছিল ফুল। রাত ১২টা ১ মিনিটে হ্যামট্রাম্যাক সিটি প্রশাসনের পক্ষ থেকে শহিদ মিনারে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন সিটি কাউন্সিলর ও কর্মকর্তারা।
পর্যায়ক্রমে পুস্পস্তবক অর্পণ করেন সিটি অব হ্যামিট্রামিক অফিসিয়ালস, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান, মিশিগান স্টেট আওয়ামী লীগ, জালালাবাদ সোসাইটি অব মিশিগান, বাংলা প্রেসক্লাব মিশিগান, বিয়ানীবাজার সমিতি, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ, সিলেট দক্ষিণ সুরমা উপজেলা সমিতি অব মিশিগান, বঙ্গবন্ধু পরিষদ, মিশিগান আওয়ামী লীগ, মিশিগান স্টেট যুবলীগ, (সালেক-রুমান), মিশিগান স্টেট যুবলীগ, (রাজেল-গুলজার), মিশিগান স্টেট ছাত্রলীগ (খাজা আফজল) মিশিগান স্টেট ছাত্রলীগ (মামুন)। সিটি অব হ্যামট্রামিকের পক্ষে অনুষ্ঠানটি আয়োজন করেন মুহিত মাহমুদ, সার্বিক সহযোগিতায় ছিলেন জুয়েল হুদা, মৃদুল কান্তি সরকার, মোহাম্মদ আলী অপু। অনুষ্ঠান পরিচালনা করেন অনামিকা রায়।