বিএনপি বাহরাইন শাখায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪২:০৩ অপরাহ্ন
একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি বাহরাইন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় রাত ৯ টায় দেশটির রাজধানী মানামা ভিলিজ বাংলা রেস্টুরেন্টের হল রুমে পবিত্র কোরআন তেলোওয়াত এর মধ্যদিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন এর সভাপতিত্বে ও আহছান উল্ল্যাহ মাসুদ এবং মাসুদ আলম এর যৌথ সঞ্চালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র উপদেষ্টা ইউছুফ হোসেন সেলিম। গেস্ট অফ অনার ছিলেন বিএনপির সহ-সভাপতি হারুনুর রশিদ মাষ্ঠার। প্রধান আলোচক ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবনেতা মোস্তাক আহমেদ, ফিরোজ আলম কিরম, সম্রাট নজরুল ইসলাম ছিদ্দিকী, নাছির উদ্দিন তালুকদার সহ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে সকল শহীদদের আত্মার শান্তি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।—বিজ্ঞপ্তি