বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে মহান একুশে পালন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২:৪৭ অপরাহ্ন
বাহরাইন থেকে সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী: একুশের চেতনায় সম্মিলিতভাবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাহরাইন বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় দেশটির রাজধানী মানামা বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের সুরে সুরে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।পরে ভাষা শহীদের স্মরণে এক মিনিট নীরবতা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ,কে এম মহিউদ্দিন কায়েসের সভাপতিত্বে ও শ্রম সচিব মাহফুজুর রহমানের সঞ্চালনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে, প্রথম সচিব (পাসপোর্ট ভিসা) ইলিয়াছুর রহমান, শ্রম সচিব মাহফুজুর রহমান।
মিশন প্রধান এ,কে,এম মহিউদ্দিন কায়েস তার বক্তব্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট ও ৫২ এর ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন।
এ সময় বাহরাইনস্থ প্রায় চল্লিশ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের আঁকা মাতৃভাষা দিবস নিয়ে চিত্র প্রদর্শনী করা হয়।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তিতে অংশগ্রহণকারী বাংলাদেশ স্কুলের ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়।