রাশিয়া প্রস্তুত বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করতে: রাষ্ট্রদূত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১:০৪:৪৪ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দেশের রাজধানী ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি বলেছেন, বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত রাশিয়া।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর প্রেসক্লাবে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) টকে এ কথা বলেন তিনি।
আলেকজান্ডার মন্টিটস্কি বলেন, জেলেনস্কির প্রধান শেখ হাসিনার বৈঠক নিয়ে মোটেও চিন্তিত নয় রাশিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জার্মানিতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিই বৈঠক করতে চেয়েছেন। নিজের ফর্মূলা নিয়ে সহায়তা চাইবেন তিনি, যা ভণ্ডামি ছাড়া কিছু নয়।
তিনি দাবি করেন, পশ্চিমাদের সেখানো ভণ্ডামি দিয়ে আর যাই করুক, রুশ বাংলাদেশ সম্পর্কে প্রভাব ফেলতে পারবে না।
তিনি আরও বলেন, পৃথিবীর অনেক দেশই মিয়ানমারের কাছে বিক্রি করছে অস্ত্র। মিয়ানমারকে রাশিয়া কখনোই অস্ত্র দেয়নি। দিয়েছে চীন এবং ভারত।
রাষ্ট্রদূত বলেন, দুঃখজনক হলেও কোনো কোনো দেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। যা আবার দেশিয় সংবাদমাধ্যম প্রচারও করছে। এ প্রকল্প বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক গতিকে আরও তরান্বিত করবে। দেশের খাদ্য নিরাপত্তায় পাশে থাকবে রাশিয়া।




