ছয় দিনের নতুন কর্মসূচি বিএনপির
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬:৪০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ৭ জানুয়ারির নির্বাচন বাতিলসহ এক দফা দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ঢাকাসহ সকল মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে বিএনপি। আর সীমান্তে নিহত বাংলাদেশিদের স্মরণে ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) দেশের সকল মসজিদে দোয়ার অনুষ্ঠান পালনের ঘোষণা দেয়া হয়েছে।
এছাড়া, ১৭ ফেব্রুয়ারি সকল জেলা শহর এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সকল উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়নে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটি।
নতুন ঘোষিত কর্মসূচিতে দলের সকল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। বলেন, দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন।