‘অমিতাভ শ্রীবাস্তব’ যেভাবে হয়েছিলেন অমিতাভ বচ্চন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৩৪:৫৯ অপরাহ্ন
অনুপম বিনোদন ডেস্ক: অমিতাভ বচ্চন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। এই নামেই বিশ্বজুড়ে পরিচিত তার। সম্প্রতি এ অভিনেতা নিজেই জানান, ‘বচ্চন’ তার আসল পদবি নয়। আর এই বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো হতবাক অমিতাভের অনুরাগীরা। ভক্তদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলে কী পদবি এ খ্যাতনামা অভিনেতার।
এ অভিনেতার আসল নাম অমিতাভ শ্রীবাস্তব।
আরও পড়ুন—
মার্কিন অভিনেত্রী শাকিবকে বিয়ে করতে এসেছিলেন
তার বাবা বিখ্যাত কবি ও লেখক হরিবংশ রাই শ্রীবাস্তব। মা তেজী শ্রীবাস্তব। তাহলে বচ্চন পদবি এলো কোথা থেকে?
সাক্ষাৎকারে অমিতাভ বলেন, আমার বাবা একজন নামকরা কবি ও লেখক। তিনি ‘বচ্চন’ ছদ্মনামে লিখতেন। স্কুলে ভর্তি হওয়ার সময় বাবার সেই ছদ্মনামকেই আমি আমার পদবি বানিয়ে ফেলি। শ্রীবাস্তব থেকে হয়ে উঠি ‘বচ্চন’। সেই থেকে আমার পরিবারের সবাই বচ্চন পদবিই ব্যবহার করেন। সূত্র: আনন্দবাজার