বিশ্বনাথ পৌর শহরে গভীর রাতে চারতলা ভবন দখলের ঘটনায় মুখোমুখি দু’পক্ষ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৫৩:২৪ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: গভীর রাতে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের প্রাণ কেন্দ্রে ও থানার পাশে থাকা ‘আল-মদিনা রেস্টুরেন্ট’সহ চারতলা ভবন দখল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মুখোমুখি অবস্থানে রয়েছেন দু’পক্ষ, চরম উত্তেজনা বিরাজ করা ঘটনায় রয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংঙ্কা।
শনিবার দিবাগত গভীর রাতে ভবনের মালিকানা দাবি করে ‘আল-মদিনা রেস্টুরেন্ট’সহ ভবনটি তালা দিয়ে সুড়িরখাল গ্রামের মৃত সুনু মিয়ার পুত্র যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়া ছুরত দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। এনিয়ে প্রতিপক্ষ তারই (বাবুল) চাচাতো ভাই মৃত আব্দুল হান্নানের পুত্র
সোহাগ মিয়া রয়েছেন কঠোর অবস্থানে।
এ ব্যাপারে সোহাগ মিয়া জানান, তাদের দাদা মৃত মফিজ আলীর সম্পূর্ণ সম্পদের উত্তরাধিকারী হিসেবে দাবিদার রয়েছেন তাদের বাবা-চাচা ও এক ফুফু’সহ ৭জন। আর এই সম্পদের ভেতরে রয়েছে আল-মদিনা রেস্টুরেন্ট’সহ চারতলা ভবনটি। কিন্তু বেশ কয়েক মাস ধরে এই চারতলা ভবনের একক মালিকনা দাবি করে আসছেন প্রবাসী বাবুল মিয়া ছুরত। ফলে বাকি অংশিদার সবার সাথে বাবুল মিয়া ছুরতের দ্বন্ধ চলে আসছে। ছুরত মিয়া বাবুলের সাথে দ্বন্ধের সৃষ্টি হলে নিরসনের জন্য বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের বাস ভবনে একাধিকবার শালিস বৈঠকও হয়েছে।
অবশেষে শনিবার (৩ জানুয়ারী) দিবাগত রাতে ব্যবসায়ীর সাথে চুক্তিনামায় সন্দেহ হলে ব্যবসায়ী বাবুল মিয়া ও সোহাগ মিয়ার সমন্বয়ে ভবনটি তালাবদ্ধ করা হয়। খবর পেয়ে ওইদিন গভীর রাতে বাবুল মিয়া ছুরত সেই তালা ভেঙ্গে অন্য তালা দিয়ে ভবনটি দখলে নিয়েছেন। বিষয়টি জটিল হওয়ায় সমাধানের জন্য থানা পুলিশের হস্তক্ষেপে রয়েছে। আগামী শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুম্মা থানায় শালিস বৈঠক অনুষ্ঠিত হবে। আর এই শালিস বৈঠকে উপস্থিত হওয়ার জন্য ৭ জানুয়ারী যুক্তরাজ্য থেকে দুই চাচা দেশে আসছেন বলে তিনি জানান। কিন্তু যুক্তরাজ্য থেকে দেশে আগত দুই চাচা দেশে ফেরা নিয়েও চরম আতঙ্কে রয়েছেন। গত ২০২৩ সালের নভেম্বর মাসে যুক্তরাজ্য প্রবাসী ওই দুই চাচার মধ্যে একজন মোস্তফা মিয়াকে প্রাণনাশের হুমকি দেয় প্রবাসী বাবুল মিয়া ছুরত। এঘটনায় ২০২৩ সালের ২৩ নভেম্বর যুক্তরাজ্য প্রবাসী মোস্তফা মিয়া জীবনের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং ১০৩২।
তবে এবিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে প্রবাসী বাবুল মিয়া ছুরত আজ (৬ জানুয়ারী) বক্তব্য দিতে নারাজ। এবিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, বিষয়টি নিয়ে সৃষ্ট বিরোধ নিস্পত্তির জন্য আগামী ৯ জানুয়ারী শালিস বৈঠক অনুষ্ঠিত হবে বলে শুনেছি। কিন্তু সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।



